ভারতের চারে চার
কেন বিরাট কোহলিকে সর্বকালের অন্যতম সেরা ব্যাটার বলা হয়, তাই আরও একবার দেখল ক্রিকেটবিশ্ব। বাংলাদেশের বিপক্ষে ম্যাচে দলকে জেতানোর পাশাপাশি কোহলি দিয়েছেন তার সামর্থ্যের প্রমাণ। সবমিলিয়ে নিজের দিনে যে কোহলি কতটা ভয়ঙ্কর তাই দেখল বাংলাদেশ। তার সেঞ্চুরিতে ভর করেই বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের দেখা পেল স্বাগতিক ভারত।
জয়ের দ্বারপ্রান্তে ভারত
রান তাড়ায় ভারতের আধিপত্যের কথা কম-বেশি সবারই জানা। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারা ধরে রেখেছে স্বাগতিকরা। ২৫৭ রানের মাঝারি লক্ষ্যের বিপরীতে ব্যাটিংয়ে নেমে কোহলি-রোহিতরা আস্থার প্রতিদান দিয়েছেন। চলতি বিশ্বকাপে টানা চতুর্থ জয়ের দ্বারপ্রান্তে ভারত।
কোহলি-আইয়ারের ব্যাটে এগোচ্ছে ভারত
ভারতের ব্যাটিং লাইনআপে সবচেয়ে আস্থার নাম বিরাট কোহলি। বিশ্বকাপে প্রায় প্রতিটি ম্যাচেই হাসছে এই ব্যাটারের ব্যাট। বাংলাদেশের বিপক্ষেও সেই ধারাবাহিকতা ধরে রেখেছেন কোহলি। শ্রেয়াস আইয়ারকে নিয়ে জুটি গড়ে দলকে এগিয়ে নিচ্ছেন। এরই মধ্যে ৪৮ বলে তুলে নিয়েছেন হাফ সেঞ্চুরি।
গিলকে ফিরিয়ে বাংলাদেশের দ্বিতীয় সাফল্য
অসুস্থ থাকার কারণে প্রথম দুই ম্যাচে ভারতের হয়ে মাঠে নামতে পারেননি ওপেনার শুভমান গিল। তবে পাকিস্তানের পর এবার বাংলাদেশের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছে ডানহাতি এই ব্যাটার। তার হাফ সেঞ্চুরিতে ভর করে রান তাড়ায় বেশ ভালো অবস্থানে স্বাগতিকরা। দলীয় ১৩২ রানে মিরাজের বলে তুলে মারতে গিয়ে মাহমুদউল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দেন গিল। সাজঘরে ফেরার আগে করেন ৫৫ বলে ৫৩ রান।
অবশেষে রোহিতকে ফেরালেন হাসান
২৫৭ রানের মাঝারি লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ব্যাট হাতে উড়ন্ত শুরু করে স্বাগতিক ভারত। দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল বাংলাদেশের বোলারদের কোনো সুযোগই দেননি। গড়েন ৮৮ রানের ওপেনিং জুটি। দলীয় ৮৮ রানের মাথায় হাসান মাহমুদের বলে তুলে মারতে গিয়ে তাওহিদ হৃদয়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৪০ বলে ৪৮ রান।
রোহিত-গিলের ব্যাটে ভালো শুরু ভারতের
ভারতের ব্যাটিং লাইনআপ এই বিশ্বকাপে অংশগ্রহনকারী দলগুলোর মধ্যে অন্যতম সেরা। বিশেষ করে দলটির টপঅর্ডার ব্যাটাররা আছেন দারুণ ছন্দে। অস্ট্রেলিয়া, আফগানিস্তান, পাকিস্তানের পর এবার বাংলাদেশের সাথেও হাসছে ভারতীয় ওপেনারদের ব্যাট।
মাহমুদউল্লাহর ব্যাটে বাংলাদেশের লড়াকু সংগ্রহ
ভারতের বিপক্ষে ব্যাট হাতে দুর্দান্ত শুরুর পরই ছন্দপতন বাংলাদেশের। দলীয় ২০০ রানের মাঝেই ছয় উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। তবে শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ভর করে ভারতকে ২৫৭ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
দ্রুত উইকেট হারিয়ে হঠাৎ ছন্দপতন বাংলাদেশের
ভারতের বিপক্ষে ব্যাট হাতে বাংলাদেশের শুরুটা ছিল মনমতো। দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাসের ব্যাটে ভর করে ৯৩ রানের ওপেনিং জুটি গড়ে বাংলাদেশ। তবে তামিমের বিদায়ের পরই যেন ছন্দপতন। সাজঘরের পথ ধরেন আরও দুই ব্যাটার নাজমুল হোসেন শান্ত ও মেহেদী হাসান মিরাজ। মাঝপথে গিয়ে থামলেন লিটন। দলীয় ১৩৭ রানে ক্যাচ তুলে দিয়ে বিদায় নেন লিটন দাস। ৮২ বলে তাঁর ব্যাট থেকে আসে ৬৬ রান।
হাফসেঞ্চুরি করে ফিরলেন তামিম, ছন্দে বাংলাদেশ
বিশ্বকাপে ঠিক এমন শুরুই তো চেয়েছিল বাংলাদেশ। যেই ওপেনিং জুটি নিয়ে হচ্ছিল আলোচনা সেই ওপেনিংয়ে আজই আশা দেখল লাল-সবুজের দল। দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম মিলে আজ ভারতের বিপক্ষে দুর্দান্ত শুরু এনে দিয়েছেন। আজ ওপেনিং জুটিতে ৯৬ রান তুলেছেন দুজন। বিশ্বকাপে যা বাংলাদেশের সর্বোচ্চ রানের ওপেনিং জুটি। চমৎকার এই জুটি এনে দিয়ে ৫১ রানে বিদায় নেন তরুণ ক্রিকেটার তামিম। তাঁর বিদায়ের পরও ছন্দে আছে বাংলাদেশ। দলীয় রান ১০০ ছাড়িয়ে ছুটছে বাংলাদেশ।
লিটন-তামিমের ব্যাটে ছুটছে বাংলাদেশ
ওপেনারদের হতাশা নিয়ে আলোচনা চলছিল বেশ। বিশ্বকাপেও গত তিন ম্যাচে হতাশ করেছেন বাংলাদেশের ওপেনাররা। অবশেষে ভারতের বিপক্ষে জ্বলে উঠেছেন বাংলাদেশের দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। দুজনের ব্যাটে প্রথম দশ ওভারে নির্বিঘ্নে কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। রানের চাকাও আছে সচল। সব মিলিয়ে পুনেতে দারুণ করছে বাংলাদেশ।
পাওয়ার প্লেতে সাবধানি শুরু বাংলাদেশের
বিশ্বকাপে তিন ম্যাচ শেষে বাংলাদেশের প্রাপ্তি কেবল একটি জয়। প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারিয়ে শুভ সূচনা করলেও পরের দুটি ম্যাচে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের কাছে হেরেছে তারা। তিন ম্যাচ শেষে দুই পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে বাংলাদেশের অবস্থান ষষ্ঠ। ঘুরে দাঁড়ানোর মিশনে চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভারতের মুখোমুখি হয়েছে বাংলাদেশ।
ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছে বাংলাদেশ। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে শুরুটা দেখেশুনে করছেন দুই ওপেনার লিটন দাস ও তানজিদ তামিম। জসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজের পেস দেখেশুনে মোকাবিলা করছেন দুজন। ঝুঁকি না নিয়ে ডিফেন্স করছেন ভালো বলগুলো। সীমানা ছাড়া করেছেন বাজে বল। প্রথম পাঁচ ওভারে রান তুলতে না পারলেও লিটন-তানজিদ দুজনই এখন হাত খুলে খেলছেন। এ মাঠের পিচে ব্যাটারদের জন্য যথেষ্ট রান রয়েছে।
সাকিবকে ছাড়াই লড়াইয়ে বাংলাদেশ
নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ঊরুর পেশিতে চোট পেয়ে খেলার মাঝপথেই মাঠ ছাড়েন সাকিব। ম্যাচের আগে অনুশীলন করলেও খেলার মতো পুরো ফিট নেই তিনি। ফলে, তাকে নিয়ে ঝুঁকি নেয়নি টিম ম্যানেজমেন্ট। এ ম্যাচে সাকিবের পরিবর্তে একাদশে এসেছেন স্পিনার নাসুম আহমেদ। অধিনায়কত্ব করবেন বিশ্বকাপে বাংলাদেশের সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব ছাড়াও আজ একাদশে নেই পেসার তাসকিন আহমেদ। তাসকিনের পরিবর্তে জায়গা পেয়েছেন হাসান মাহমুদ। এ ম্যাচ দিয়ে নাসুম ও হাসানের দুজনেরই অভিষেক হয়েছে বিশ্বকাপে।
ভারতের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
নিজেদের চতুর্থ ম্যাচে আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে মুখোমুখি হয়েছে ভারত-বাংলাদেশ। ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ। চোট পাওয়া সাকিব আল হাসানের পরিবর্তে এই ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত।