অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান
বিশ্বকাপ শুরুর আগে পাকিস্তান ও অস্ট্রেলিয়া দু’টো দলকেই শেষ চারে দেখছিলেন বিশেষজ্ঞরা। কিন্তু বিশ্বকাপের দ্বিতীয় সপ্তাহে এসে দেখা যাচ্ছে, অস্ট্রেলিয়া আর পাকিস্তান- দু’টো দলকেই হোঁচট খেতে হয়েছে। সেই পরাজয়ের ধাক্কা সামলে এখন সেমির স্বপ্ন টিকিয়ে রাখাই তাদের মূল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে সামনে রেখে অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে বোলিংয়ে পাকিস্তান।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। এবারের বিশ্বকাপে আজই প্রথম বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে খেলা হচ্ছে। বিশ্বকাপে তিন ম্যাচে খেলে এখনও পর্যন্ত দুটিতে জিতেছে পাকিস্তান। হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে সহজে হারানোর পর দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার ৩৪৪ রান তাড়া করে বিশ্বকাপে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডও গড়েছে বাবর আজম–মোহাম্মদ রিজওয়ানরা।
তবে গত শনিবার আহমেদাবাদে ভারতের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতায় ১৯১ রানে গুটিয়ে গিয়ে ৭ উইকেটের হারটি তাদের যথেষ্ট পোড়াচ্ছে। অস্ট্রেলিয়া দলের অবস্থা অবশ্য আরও খারাপ। প্যাট কামিন্সের দল বিশ্বকাপে তিন ম্যাচ খেলে জিতেছে একটিতে। প্রথম দুই ম্যাচে তারা উড়ে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ম্যাচে জয়টি তাদের আশা টিকিয়ে রেখেছে।