সাকিবদের সঙ্গে নৈশভোজ করা হলো না পাকিস্তানি অভিনেত্রীর
ভারতকে হারাতে পারলেই বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে নৈশভোজে যাবেন বলে ঘোষণা দিয়ে আলোচনায় আসেন পাকিস্তানের জনপ্রিয় টিভি অভিনেত্রী সেহার শিনওয়ারি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এমনই ঘোষণা দিলেও তার মনোবাসনা পূরণ হয়নি। কারণ ভারতকে যে হারাতে পারেনি বাংলাদেশ।
যদিও বাংলাদেশের এমন হারে হতাশ নন সেহার শিনওয়ারি। এমনটা উল্লেখ করে আজ শুক্রবার (২০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ‘আমি এখনও আশা হারাচ্ছি না। ইনশাআল্লাহ, আমাদের কিউইরা রোববার ভারতকে হারাবে। শুধু অপেক্ষা করুন।’
এর আগে ১৪ অক্টোবর ভারতের সঙ্গে পাকিস্তানের হারের শোকের মধ্যেই এক টুইট বার্তায় এই অভিনেত্রী ঘোষণা দেন, ‘ইনশাআল্লাহ, আমার বাঙালি বন্ধুরা পরের ম্যাচে আমাদের হয়ে প্রতিশোধ নেবে। ওরা যদি ভারতকে হারাতে পারে, আমি তাহলে ঢাকায় যাব এবং ওদের সঙ্গে মাছ খেতে ডিনার ডেটে যাব।’
ডেট করার ঘোষণা দিয়েই থেমে থাকেননি সেহার। বাংলাদেশের জয় নিয়ে আত্মবিশ্বাসী এই অভিনেত্রী বলেন, ‘ভারতকে হারাতে যাচ্ছে বাংলাদেশ। আমার টুইটের স্ক্রিনশট নিয়ে রেখ এবং পরে দরকার হলে আমাকে দেখিও।'
হায়দরাবাদের মেয়ে সেহার ২০১৪ সালে একটি কমেডি সিরিজে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন। এরপর আরও কয়েকটি ধারাবাহিকে কাজ করেছেন তিনি। অভিনয়ে পরিবার ও নিজের সম্প্রদায়ের বাধার মুখে পড়েছিলেন সেহার। বাধার দেয়াল ঠেলে অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখেন তিনি।