শ্বশুরের রেকর্ড ছুঁলেন জামাই আফ্রিদি
চলতি বিশ্বকাপের প্রথম তিন ম্যাচে খুব একটা ছন্দে ছিলেন না পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি। যা নিয়ে কম সমালোচনাও হয়নি। তবে, চতুর্থ ম্যাচেই ছন্দে ফিরেছেন আফ্রিদি, দিয়েছেন সমালোচনার জবাব। অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে ছুঁয়েছেন নতুন মাইলফলক।
আজ শুক্রবার (২০ অক্টোবর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে মাত্র ৫৪ রান দিয়ে এই উইকেটগুলো নিয়ে চারশ’র দিকে ছুটতে থাকা অস্ট্রেলিয়াকে থামান ৩৬৭ রানে। জাগিয়ে তোলেন হ্যাটট্রিকের সম্ভাবনাও। বিশ্বকাপে আফ্রিদির এটি দ্বিতীয় ফাইফার। এখানেই শ্বশুর শহীদ আফ্রিদির রেকর্ডে ভাগ বসান জামাই শাহীন আফ্রিদি।
বিশ্বকাপে এর আগে একমাত্র পাকিস্তানি হিসেবে দু’বার ফাইফার নেওয়ার রেকর্ড ছিল শুধু শহীদ আফ্রিদির। ২০১১ বিশ্বকাপে কেনিয়া ও কানাডার বিপক্ষে। প্রথমবার পাঁচ উইকেট নেন কেনিয়ার বিপক্ষে মাত্র ১৬ রানে। আর দ্বিতীয়বার ২৩ রানে পাঁচ উইকেট নেন কানাডার বিপক্ষে। এবার এই রেকর্ডে ভাগ বসালেন তার মেয়ে জামাই। ২০১৯ বিশ্বকাপে আরেকবার পাঁচ উইকেট নিয়েছেন শাহিন।
সেদিনের কীর্তিটি আবার ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে। সেদিন বাংলাদেশের বিপক্ষে পাঁচ নয় ৯.১ ওভারে ৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছিলেন শাহিন। ওয়ানডেতে এটি তার ক্যারিয়ার সেরা বোলিংও। ওয়ানডে ক্রিকেটে সব মিলিয়ে আফ্রিদির এটি তৃতীয় ফাইফার। ৪৮ ম্যাচে এখন পর্যন্ত ৯৫ উইকেট নেন এই পেসার।