শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেদারল্যান্ডস
চলতি বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের জন্ম দিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপের রাউন্ড রবিন লিগে আজ তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যারা এখনও কোনো ম্যাচে জয়ের মুখ দেখেনি। ফলে জমজমাট এক লড়াইয়ের প্রত্যাশা করতেই পারে ক্রিকেটভক্তরা।
আজ শনিবার (২১ অক্টোবর) লখনৌর একানা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ড। অতীত পরিসংখ্যানটা নেদারল্যান্ডসের জন্য মোটেও আনন্দের না হলেও শ্রীলঙ্কার জন্য অবশ্যই স্বস্তির। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দারুণ অবস্থায় নেদারল্যান্ডস, আর হুমকিতে শ্রীলঙ্কা। বিশ্বকাপে টুর্নামেন্টে শ্রীলঙ্কাই একমাত্র দেশ যারা এখনও পয়েন্টের খাতা খুলতে পারেনি। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে তারা। সে তুলনায় অনেকটা নিশ্চিন্ত নেদারল্যান্ডস। এরই মধ্যে একটা জয় পেয়েছে দলটি। পয়েন্ট টেবিলে উঠে এসেছে অষ্টম স্থানে, আর শ্রীলঙ্কা সবার নিচে।