শঙ্কা এড়িয়ে অনুশীলনে সাকিব
চোট পাওয়া সাকিব আল হাসানকে নিয়ে ধোঁয়াশা কাটছিলই না। প্রথমত স্ক্যান রিপোর্ট নিয়ে ধোঁয়াশা। দ্বিতীয়ত সাকিব ঠিক কোন ম্যাচে ফিরবেন তা নিয়ে অনিশ্চিয়তা। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ওয়ার্মআপ করে না খেলায় আরও অবাক করেছিল সবাইকে। তবে, আশার ব্যাপার হলো, আজ রোববার (২২ অক্টোবর) অনুশীলনে ফিরেছেন অধিনায়ক। ওয়ার্মআপ থেকে শুরু করে ব্যাটিং দুটোইতে নিজেকে তাতিয়ে নিয়েছেন বাঁহাতি এ অলরাউন্ডার।
নিজেদের পঞ্চম ম্যাচের আগে আজ থেকে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। অনুশীলনে সময় ২টায় দেওয়া হলেও বাংলাদেশ দল প্রায় এক ঘণ্টা আগেই হাজির হয় মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। শুরুতে ওয়ার্মআপে বেশ সাবলীল ছিলেন সাকিব। ফুটবল খেলাতেও ছিলেন ফুরফুরে মেজাজে। তবে, অনুশীলনে নামতে কিছুটা দেরি করেন।
শুরুতে নেটে নিজেদের ঝালিয়ে নেন তানজিদ তামিম-লিটন দাসরা। দুই ওপেনারকে বড় শট খেলতেও দেখা যায়। আরেক নেটে ছিলেন শান্ত। দুপুর ২টার পর অনুশীলনে নামেন সাকিব। কিছুক্ষণ থ্রোয়ারে হাত ঝালিয়ে স্পিন মোকাবিলা করেন সাকিব। সবমিলিয়ে আধা ঘণ্টার মতো কাটান নেটে।
অধিনায়কের অনুশীলনের সাবলীলতায় কিছুটা হলেও স্বস্তির সুবাতাস মিলল বাংলাদেশ শিবিরে। কারণ, আগামী পাঁচ ম্যাচই বাংলাদেশের জন্য বাঁচামরার। সেক্ষেত্রে প্রোটিয়াদের বিপক্ষে জয়ে ফেরাটাই মূল চ্যালেঞ্জ। কারণ, টানা তিন ম্যাচ হেরে বাংলাদেশের আত্মবিশ্বাস গিয়ে ঠেকেছে তলানিতে। তা ফিরিয়ে আনতে মুম্বাইতেই সাকিবদের লিখতে হবে জয়ের গল্প। কিন্তু অধিনায়ককে সেই ম্যাচে পাওয়া যাবে কি না সেই খবর এখনও নিশ্চিত নয়!