বিশ্বকাপে প্রথমবার সংবাদ সম্মেলনে এসে সুখবর দিলেন সাকিব
বিশ্বকাপ শুরুর ১৯ দিন পার হতে চলল। বাংলাদেশও এরই মধ্যে খেলে ফেলেছে চারটি ম্যাচ। কিন্তু এই সময়ে ক্যামেরার সামনে একবারও ধরা দেননি বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। ম্যাচের আগে-পরে সংবাদমাধ্যমের সামনে বাংলাদেশ অধিনায়কের না আসা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর। অবশেষে মুম্বাইয়ে ক্যামেরার সামনে ধরা দিলেন সাকিব। বিশ্বকাপ চলাকালীন সংবাদমাধ্যমের প্রথমবার এসে মেটালেন নানা প্রশ্নের উত্তর। দিলেন চোট কাটিয়ে ওঠার সুখবরও।
সবারই জানা যে, চোটে ভুগছিলেন সাকিব। চোটের কারণে খেলতে পারেননি ভারতের বিপক্ষে। আশার খবর হলো, চোট কাটিয়ে উঠেছেন তিনি। অনুশীলনেও সুস্থ অনুভব করছেন। গতকাল লম্বা সময় ব্যাটিং করে কোনোরকম অস্বস্তিতে ভোগেননি। সবকিছু ঠিক থাকলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবেন বাংলাদেশ অধিনায়ক।
তবে এখানে কিছুটা যদি-কিন্তুও রেখে গেলেন সাকিব। কারণ আগের ভারতের বিপক্ষে ম্যাচের আগ মুহূর্তে ওয়ার্মআপ করেও তিনি মাঠে নামতে পারেননি। আজ সোমবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সাকিব বলেছেন, ‘গতকাল যখন ট্রেনিং করেছি কোনো নেগেটিভ কিছু ফিল করিনি। আজকে আবার ট্রেনিং করব। যদি সবকিছু ঠিকঠাক থাকে আশাকরি খেলব। আজকে ফিটনেস টেস্ট করব। কাল যখন ব্যাটিং করেছি খারাপ কিছু ফিল হয়নি। তবে কাল রানিং করিনি, আজকে রানিং করব। যদি রানিংয়ের কোনো সমস্যা না থাকে তাহলে খেলব। তবে, আগের ম্যাচের আগে কিছুটা অস্বস্তি ছিল। এই অস্বস্তি নিয়েই সেদিন খেলে ফেলতাম তাহলে এক ম্যাচের জন্য যদি বাকিগুলা থেকে ছিটকে যাই তাহলে তো সমস্যা। যেটা তাসকিনের ক্ষেত্রে হয়েছে। তাই ওই রিস্ক নিতে চাইনি। তবে এখন ভালো অবস্থায় আছি খারাপ কিছু ফিল করছি না। শুধু কিছু টেস্ট করিয়ে নিজেকে যাচাই করে নেব।’
বিশ্বকাপে আগামীকাল নিজেদের পঞ্চম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।