পয়েন্ট টেবিল দেখলে মনে হয় না বাজে অবস্থানে আছি : সাকিব
বিশ্বকাপের শুরুটা হয়েছিল প্রত্যাশা মতোই। কিন্তু এরপর টানা তিন ম্যাচেই হার! অবস্থান পয়েন্ট টেবিলের ছয় নম্বরে। কাগজে-কলমে সেমিফাইনালের সম্ভাবনা থাকলেও বাস্তবতা অনেক কঠিন। টানা তিন হারে তো আরও কঠিনই বলা চলে! কিন্তু অধিনায়ক সাকিব আল হাসান সেটা মনে করেননা। বরং পয়েন্ট টেবিলের অবস্থান কিছুটা স্বস্তিই দিচ্ছে অধিনায়ককে।
বিশ্বকাপে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। তার মধ্যে এক জয় ও তিন হারে তাদের পয়েন্ট মোটে দুই। সামনে প্রতিপক্ষ হিসেবে আছে—দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস, পাকিস্তান, শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়া। অর্থাৎপরের সবগুলোই ম্যাচেই বাংলাদেশের মহাগুরুত্বপূর্ণ।
সাকিব ওতশত না ভেবে জানালেন, পরের ম্যাচগুলো জিতে মোমেন্টাম নিজেদের পক্ষে আনা। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হওয়ার আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে অধিনায়ক বলেছেন, ‘অবশ্যই আমাদের অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। দক্ষিণ আফ্রিকা ৪ ম্যাচের মধ্যে ৩ ম্যাচ জিতেছে। ওরা অনেক ভালো অবস্থায় আছে। এর মানে এটাই না যে সব শেষ। ৫ ম্যাচ বাকি আছে। যদি এখানে জিততে পারি তাহলে ভালো মোমেন্টাম আসবে। যদিও আমরা খুব বেশি ম্যাচ জিতিনি। কিন্তু পয়েন্ট টেবিল দেখলে মনে হবে না আমরা খুব বেশি বাজে অবস্থায় আছি সত্যি কথা (হাসি)। অন্যান্য দল আমাদের সাহায্য করছে। এখন আমাদের দায়িত্ব আমাদের নিজেদের সাহায্য করা।’
‘যখন আসলে ৯ ম্যাচ প্ল্যান করে এসেছি, বেশি হলে ১১ ম্যাচ খেলব। তখন তো ৪ ম্যাচের প্ল্যান করে আসেনি। সবাই সব ম্যাচ ভালো করবে না তাও আমরা জানি। বাকি ৫ ম্যাচও যদি কেউ ভালো করে তাহলেও ভালো পারফরম্যান্স হয়। এখনই খুব বেশি মন্তব্য করা ঠিক হবে না। আশা করি আমরা দলগত পারফরম্যান্সে আরও ভালো করব যেখানে আমাদের ভালো করা উচিত ছিল বলে মনে করি। সামনে আশা করছি ভালো করব।’—যোগ করেন সাকিব।