দারুণ স্বাদের আফগান রূপকথা থেকে শিক্ষা নেবে পাকিস্তান
অক্টোবর ২৩ এর রাতটা আফগানিস্তানের জন্য চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট বিশ্বকাপে টানা দুটি জয়, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পাওয়া—দুই ব্যাপারই তাদের কাছে নতুন। ইতিবাচকভাবে নতুন কিছু ঘটলে আমরা প্রায়ই বলে উঠি, দারুণ ব্যাপার! আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি এটাকে বললেন, দারুণ স্বাদ!
গতকাল সোমবার (২৩ অক্টোবর) বিশ্বকাপে পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে রূপকথার জন্ম দিয়ে আফগান অধিনায়ক বলেন, ‘দারুণ স্বাদের ব্যাপার। যেভাবে আমরা রান তাড়া করে জিতেছি, অসাধারণ ছিল। গত দুই বছর ধরে আমরা ইতিবাচক ও মানসম্মত ক্রিকেট খেলছি। সামনেও আমরা সেরাটা দেওয়ার চেষ্টা করব সবসময়।’
আফগান অধিনায়ক যেখানে ইতিবাচক ও মানসম্মত ক্রিকেট খেলে এগিয়ে যাওয়ার কথা বলছেন, তখন কী ভাবছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম? এমন এক মঞ্চে এভাবে হারটা অন্তত পাকিস্তানের সঙ্গে যায় না। বিশ্বকাপে এসেছে অন্যতম ফেভারিট হয়ে। ওয়ানডের সেরা ব্যাটার তাদের। সেরা বোলিং আক্রমণ তাদের। তবু, এমন বেহাল দশা।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেন, ‘এই হার আমাদের ব্যথিত করেছে। তবে, আমরা এখান থেকে শিক্ষা নেব। ম্যাচের ইতিবাচক দিক খুঁজে নেওয়ার চেষ্টা করছি এবং ভুলগুলোকে শুধরে নিতে চাইছি। এটা বিশ্বকাপ। কী হবে, আপনি আমি কেউই জানি না। সামনের ম্যাচগুলোতে আমাদের ভালো করতে হবে।’