দোয়া করেন যাতে বড় রান করতে পারি : সাকিব
মাঠের আয়তন যত ছোট, রানের পাহাড় তত বড়। চলতি বিশ্বকাপও বলছে সেই কথা। কিন্তু, বাংলাদেশের ক্ষেত্রে গল্পটা ভিন্ন। মাঠ ছোট-বড় যাই হোক, বাংলাদেশের রানের চাকা যেন ঘোরে না। প্রতি ম্যাচেই ব্যাটিংয়ে বাজে হতাশার সুর।
ওয়াংখেড়েতে যখন বাংলাদেশ মাঠে নামবে তখন ঘুরেফিরে আলোচনায় ব্যাটিং। এই ছোট মাঠে কি বড় রান করতে পারবে বাংলাদেশ? অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য উত্তরের দিকে হাঁটলেন না। বরং, বড় রানের জন্য দোয়া চেয়ে থামলেন বাংলাদেশ অধিনায়ক।
গতকাল সোমবার (২৩ অক্টোবর) বিশ্বকাপে প্রথমবার সংবাদ সম্মেলনে হাজির হন সাকিব। অধিনায়কের কাছে নানা প্রশ্নের ভিড়ে আসে বড় রানের প্রসঙ্গ। জবাবে সাকিব বলেন, বড় কোনো রান হচ্ছে না বলেই থেমে গেলেন। এরপর একটু ভেবে ক্রিকেটীয় আলোচনায় না গিয়ে বললেন, 'আসলে বড় কোনো রান হলে ভালো হতো। আমরাও চেষ্টা করছি বড় রানের জন্য। দোয়া করবেন যেন বড় রান করতে পারি।'
এবারের বিশ্বকাপে প্রায় সব দলে রানের ফোয়ারা ছুটলেও বাংলাদেশ ভুগছে খরায়। এক ম্যাচেও দলীয় রান যায়নি তিনশ'র ঘরে। সর্বোচ্চ উঠেছে ২৫৬ রান। ব্যাটিংয়ে যখন এই দশা তখন বাংলাদেশের জয়-পরাজয়ের ক্ষতিয়ান ১:৩। মানে চার ম্যাচের তিনটিতেই পরাজয়।
হাতে যে পাঁচ ম্যাচ সেইগুলোতেও জয় ছাড়া বিকল্প নেই। অধিনায়ক সাকিব অবশ্য এসব নিয়ে ভাবছেন না। এমন কি জয়-পরাজয়ের হিসাব নিয়েও মন্তব্য করলেন না। নিজের মন্তব্য জমা রাখলেন টুর্নামেন্টের শেষ পর্যন্ত।
সাকিবের ভাষায়, 'যেহেতু আরও পাঁচটি ম্যাচ আছে, টুর্নামেন্ট এখনও চলছে, এখনই মতামত না দেওয়া ভালো। অর্ধেক পথে না বলাই ভালো। টুর্নামেন্ট শেষ হলে দেওয়াই ভালো।'