পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশকে নিয়ে যা বললেন নবী
আফগানিস্তান ক্রিকেটের ইতিহাসে অক্টোবর ২৩ এর রাতটা চিরস্মরণীয় হয়ে থাকবে। ক্রিকেট বিশ্বকাপে টানা দুটি জয়, পাকিস্তানের বিপক্ষে ওয়ানডেতে প্রথম জয় পাওয়া—দুই ব্যাপারই তাদের কাছে নতুন। প্রথমে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো, তারপর পাকিস্তান। ইতিহাস গড়ে বিশ্বকাপে ভিন্ন চেহারায় নিজেদের দেখালেন আফগান তারকারা।
এমন ম্যাচ জয়ের পর আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী বাংলাদেশের কাছে হার নিয়ে অনেকটা অনুতপ্তই বলা চলে। আক্ষেপের সুরেই জানালেন, বাংলাদেশের কাছে হারা উচিত হয়নি তাদের।
গতকাল সোমবার (২৩ অক্টোবর) দুর্দান্ত ক্রিকেট উপহার দিয়ে পাকিস্তানকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। পেয়েছে আট উইকেটের দারুণ জয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড যেখানে ১০ দলের মধ্যে সবার শেষে, সেখানে পয়েন্ট তালিকায় রশিদ-নবীদের অবস্থান ছয় নম্বরে। হাতে আছে আরও চারটি ম্যাচ। এমন অবস্থায় বাংলাদেশের বিপক্ষে হার মেনে নিতে পারছেন না নবী।
আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের করা একটি প্রতিবেদন মতে, আফগান অলরাউন্ডার নবী ম্যাচ শেষে নিজের প্রতিক্রিয়া জানান। প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘গোটা আফগানিস্তানের জন্য বিশেষ মুহূর্ত এটি। আমরা বড় মঞ্চে পাকিস্তানকে হারিয়েছি। এর আগে ইংল্যান্ডকে হারালাম। পুরো দল এখন আত্মবিশ্বাসী। বাংলাদেশের সঙ্গে হারাটা উচিত হয়নি আমাদের। কিন্তু, এখন আসরের অর্ধেক চলে গেছে। পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। সেদিকে মনযোগ দিচ্ছি আমরা।’