সতীর্থদের ব্যর্থতার ভিড়ে মাহমুদউল্লাহর সেঞ্চুরি
মাহমুদউল্লাহ রিয়াদ—এশিয়া কাপের পর বিশ্বকাপের দলেও যার জায়গা পাওয়া নিয়ে ছিল অনিশ্চয়তা। কিন্তু, উপেক্ষিত সেই মাহমুদউল্লাহই এখন পর্যন্ত বিশ্বকাপে বাংলাদেশের সেরা পারফর্মার। দলকে বিপদ থেকে বাঁচাতে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন প্রতি ম্যাচেই। দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও সেই রিয়াদের ব্যাটে হাসি। ব্যাটিং বিপর্যয়ের মধ্যেও হাঁকিয়েছেন বিশ্বকাপে নিজের তৃতীয় সেঞ্চুরি। এর মাধ্যমে নতুন এক মাইলফলকে স্পর্শ করলেন তিনি।
তামিম ইকবালকে টপকে ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশিদের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহাকের তালিকায় তিনে উঠে এলেন মাহমুদউল্লাহ। শুধু তাই নয়, একমাত্র বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে তিন সেঞ্চুরির মালিক এখন এই ব্যাটার।
৩৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ৪২ রানে চার উইকেট হারিয়ে ধুঁকছিল বাংলাদেশ। শঙ্কা ছিল একশ রানের মধ্যেই গুটিয়ে যাওয়ার। তবে, লেজের সারির ব্যাটারদের নিয়ে ঠিকই লড়ে গেছেন রিয়াদ।
২৭তম ওভারে জেরাল্ড কোয়েটজেকে চার মেরে দলীয় স্কোর ১০০ পার করেন মাহমুদউল্লাহ। দলের বিপর্যয়ের মধ্যে ছয় নম্বরে ব্যাট করতে নেমে হাফ সেঞ্চুরিও করেছেন তিনি ৬৭ বল খেলে। নিউজিল্যান্ড ও ভারতের বিপক্ষে অপরাজিত ৪১ ও ৪৬ রান করার পর এই বিশ্বকাপে প্রথম ও ক্যারিয়ারের ২৮তম ফিফটি করেন মাহমুদউল্লাহ।
ব্যক্তিগত ৮৭ রানে জীবন পান মাহমুদউল্লাহ। জেরাল্ড কোয়েটজির ফুল টস ডেলিভারিটি ছিল কোমরের অনেক ওপরে। মাহমুদউল্লাহ পুল করার পর ডিপ মিডউইকেটে ক্যাচ হলেও আম্পায়ার দিলেন নো বলের সংকেত।
এরপর তুলে নেন ১০৪ বলে নিজের ওয়ানডে ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি। ১১১ বলে ১১১ রান করে কোয়েটজির বলে আউট হন রিয়াদ। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪১ রানে অপারজিত ছিলেন তিনি। আর ভারতের বিপক্ষে ৪৬ রানের ইনিংস খেলেছিলেন মাহমুদউল্লাহ।