দল রেখে হঠাৎ ঢাকায় সাকিব
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ ম্যাচে বাজেভাবে হেরেছে বাংলাদেশ। টানা চার হারে ১০ দলের বিশ্বকাপে বাংলাদেশের অবস্থান এখন তলানিতে। ২৮ অক্টোবর কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে বাংলাদেশ। এর আগে আজ বুধবার (২৫ অক্টোবর) মুম্বাই থেকে কলকাতার পথে বাংলাদেশ দল। কিন্তু, দলের সঙ্গে কলকাতা না গিয়ে অধিনায়ক সাকিব আল হাসান এখন ঢাকায়।
জানা যায়, আজ সকালে ঢাকায় পৌঁছেই সরাসরি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে চলে যান সাকিব। মিরপুরের ইনডোরে কোচ নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে অনুশীলন করতে দেখা গেছে তাকে। আগামী ২৭ অক্টোবর ফের কলকাতার উদ্দেশে রওনা হওয়ার কথা সাকিবের।
কী কারণে সাকিব দেশে এলেন তা জানা যায়নি। এসেই তাকে অনুশীলনে দেখে ধারণা করা হচ্ছে, নিজেকে ঝালিয়ে নিতে পুরোনো কোচের দ্বারস্থ হয়েছেন দেশসেরা এই অলরাউন্ডার।
বিশ্বকাপে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব। বাকি চার ম্যাচে সাকিব রান করেছেন মাত্র ৫৬। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের ইনিংসটি বাদ দিলে কিছুই নেই বলা চলে। আর বল হাতে নিয়েছেন ছয় উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট।