নেদারল্যান্ডকে ৪০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
এবারের বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ৪৯ বলে সেঞ্চুরি করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম। এতদিন এটিই ছিল ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি। আজ বুধবার (২৫ অক্টোবর) সেটি ভেঙে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ৪০ বলে সেঞ্চুরি করে মার্করামকে পেছনে ফেলে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির মালিক এখন ম্যাক্সওয়েল। তার ৪৪ বলে ১০৬ রানের ঝড়ো ইনিংসে ভর দিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে অসিরা পায় ৩৯৯ রানের সংগ্রহ। ৫০ ওভারে আট উইকেট হারিয়ে এই রান তোলে অস্ট্রেলিয়া।
প্রথম দুই ম্যাচ হেরে যাওয়ায় অস্ট্রেলিয়াকে নিয়ে সমালোচনা কম হয়নি। পরের দুই ম্যাচ জিতে ঠিকই নিজেদের কক্ষপথে ফিরে এসেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে, উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে তাক লাগিয়ে দেওয়া নেদারল্যান্ডসের চার ম্যাচ শেষে জয় ওই একটিই। এমন অবস্থায় বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে আজ পরস্পর মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া-নেদারল্যান্ডস। আগে ব্যাট করে নেদারল্যান্ডসকে ৪০০ রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া।
দিল্লির অরুন জেটলি স্টেডিয়ামে দিবারাত্রির ম্যাচটিতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স। টস জিতে অসি অধিনায়ক বলেছিলেন, ‘উইকেটটা চমৎকার। ব্যাটিংয়ের জন্য বেশ দারুণ। আশা করি, ব্যাটাররা ভালো সংগ্রহ এনে দেবে আমাদের।’
যদিও ওপেনিং জুটি ভালো সংগ্রহ এনে দিতে পারেনি অস্ট্রেলিয়াকে। দলীয় ২৮ রানে লোগান ফন বিকের বলে কলিন অ্যাকারম্যানের হাতে ক্যাচ দিয়ে ফেরেন মিচেল মার্শ (৯)। দ্বিতীয় উইকেট জুটিতে ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ মিলে ১৩২ রানের জুটি গড়লে ঘুরে দাঁড়ায় অসিরা। ৬৮ বলে ৭১ রানের ইনিংস খেলে আরিয়ান দত্তের বলে স্মিথ আউট হলে জুটি ভাঙে। স্মিথ শতরান করতে না পারলেও ওপেনার ওয়ার্নার ঠিকই সেঞ্চুরি তুলে নেন। ৯৩ বলে ১১ চার ও তিন ছক্কায় ১০৪ করে ফন বিকের বলে আরিয়ানকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি। এবারের আসরে ওয়ার্নারের এটি টানা দ্বিতীয় সেঞ্চুরি।
অসিদের পক্ষে অর্ধশতক তুলে নেন মার্নাস লাবুশেন। ৪৭ বলে ৬২ রান করে বাস ডি লিডের বলে আউট হন তিনি। তাতে অবশ্য অচল হয়নি অসিদের রানের চাকা। গ্লেন ম্যাক্সওয়েলের ঝড়ো ব্যাটিংয়ে অসিরা আরোহন করে রানের পাহাড়ে। মাত্র ২৭ বলে অর্ধশতক ছোঁয়া ম্যাক্সওয়েল সেঞ্চুরিতে পৌঁছান ৪০ বলে। শেষ পর্যন্ত ৪৪ বলে ৯ চার ও আট ছক্কায় ১০৬ রান করে ফন বিকের বলে সাইব্র্যান্ডের তালুবন্দি হন ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েল আউট হলেও অস্ট্রেলিয়ার স্কোরবোর্ডে জমা হয় ৩৯৯ রান।
নেদারল্যান্ডসের পক্ষে ৭৪ রানে চার উইকেট শিকার করেন ফন বিক। ডি লিড দুই উইকেট পেলেও ১০ ওভারে দেন ১১৫ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫০ ওভারে ৩৯৯/৮। (মার্শ ৯, ওয়ার্নার ১০৪, স্মিথ ৭১, লাবুশেন ৬২, ইংলিশ ১৪, ম্যাক্সওয়েল ১০৬, গ্রিন ৮, স্টার্ক ০, কামিন্স ১২*, জাম্পা ১* ; আরিয়ান ৭-০-৫৯-১, অ্যাকারম্যান ৪-০-১৯-০, ফন বিক ১০-০-৭৪-৪, ফন মিকেরেন ১০-০-৬৪-০, বিক্রমজিৎ ৪-০-২৭-০, ফর মারউই ৫-০-৪১-০, ডি লিড ১০-০-১১৫-২)