মিরপুরে সাকিবকে দেখে ‘ভুয়া ভুয়া’ চিৎকার
বিশ্বকাপের মাঝপথে হঠাৎ করেই গতকাল বুধবার (২৫ অক্টোবর) ঢাকায় আসেন সাকিব আল হাসান। পুরোনো কোচ নাজমুল আবেদীন ফাহিমের সঙ্গে মিরপুরে আলাদাভাবে অনুশীলন করতে দেখা যায় তাকে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের ইনডোর থেকে অনুশীলন শেষে বের হয়ে গাড়িতে ওঠেন সাকিব। ঠিক তখন স্টেডিয়ামের বাইরে থাকা দর্শকরা তাকে দেখে ‘ভুয়া ভুয়া’ বলে চিৎকার দিতে থাকেন।
দেশের ক্রিকেটে তর্কাতীতভাবে সেরা ক্রিকেটার সাকিব। তাকে নিয়ে এতদিন বন্দনাতেই মাততে দেখা যেত ভক্তদের। কিন্তু, আজ এমন অনাকাঙ্খিত ঘটনার শিকার হবেন সাকিব, তা কখনও ভেবেছিলেন তিনি? মুম্বাই থেকে দলের সঙ্গে কলকাতা না গিয়ে সরাসরি ঢাকায় আসেন সাকিব। গণমাধ্যমকে এড়িয়েই চলেছেন এ দুদিন। তবে, শেষ রক্ষা হলো না।
সাকিবের জন্য এতদিন মানুষের ভিড় জমত বিশ্বসেরা অলরাউন্ডারকে একনজর দেখার আশায়। সাকিব সাকিব চিৎকারের সঙ্গে বাংলাদেশ অধিনায়ক ভীষণ অভ্যস্ত। সে ডাকে থাকত ভালোবাসার বহিঃপ্রকাশ। তবে, নিজের বেলায় ভুয়া ভুয়া-র সঙ্গে অভ্যস্ততা দূরে থাক, পরিচিতও নন সাকিব।
বিশ্বকাপের আগে দল নির্বাচন নিয়ে বিতর্ক, সাকিবের বিতর্কিত সাক্ষাৎকার মিলিয়ে তার ওপর ক্ষোভ থাকাটা স্বাভাবিক। যতবার বিতর্কিত হয়েছেন, মাঠের ক্রিকেটে জবাব দিয়েছেন সাকিব। এবার সেটিও হয়নি। মাঠের ক্রিকেটে সাকিবের পারফরম্যান্সও হতশ্রী।
বিশ্বকাপে চোটের কারণে ভারতের বিপক্ষে খেলেননি সাকিব। বাকি চার ম্যাচে সাকিব রান করেছেন মাত্র ৫৬। নিউজিল্যান্ডের বিপক্ষে ৪০ রানের ইনিংসটি বাদ দিলে কিছুই নেই বলা চলে। আর বল হাতে নিয়েছেন ছয় উইকেট। যার মধ্যে আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচে নিয়েছিলেন তিন উইকেট।
পাঁচ ম্যাচের চারটিতে হেরেছে বাংলাদেশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে যেন অবজ্ঞার স্বরে বলেছিলেন, এখনই এত হতাশ হইয়েন না। বিশ্বকাপ শেষে মন ভরে হতাশ হইয়েন।
দুইয়ে দুইয়ে চার মিলিয়ে সাকিবের ওপর বিরক্ত ক্রিকেট ভক্তরা সব ক্ষোভ উগড়ে দিলেন তাকে সামনে পেয়ে। ভুয়া ভুয়া চিৎকার যেন তাদের সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ।