বাবর-রিজওয়ানদের পাশে থাকতে পিসিবির আহ্বান
বিশ্বকাপে বেশ কঠিন সময় পার করছে পাকিস্তান। বিশ্বকাপের শুরুটা দাপুটে জয়ে শুরু করলেও এরপরই খেই হারিয়েছে বাবর-রিজওয়ানরা। ভারত, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হেরে পাকিস্তানের সেমির স্বপ্ন এখন শঙ্কার মুখে। অবশ্য এমন পরিস্থিতিতে ক্রিকেট বোর্ডকে পাশে পাচ্ছেন ক্রিকেটাররা।
আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে এক বিবৃতির মাধ্যমে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, ‘সাফল্য ও পরাজয় খেলার অংশ। অধিনায়ক বাবর আজম এবং প্রধান নির্বাচক ইনজামাম-উল-হককে ২০২৩ সালের আইসিসি বিশ্বকাপের জন্য দল গঠনে স্বাধীনতা ও সমর্থন দেওয়া হয়েছিল। অধিনায়ক বাবর আজম ও টিম ম্যানেজমেন্টের পাশে আছে বোর্ড, সাবেক ক্রিকেটারদেরও পাশে থাকার আহ্বান করা হচ্ছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘দল নিয়ে পরবর্তী পদক্ষেপ টুর্নামেন্টের পরে নেওয়া হবে। বিশ্বকাপে দলের পারফরম্যান্সের ভিত্তিতে ভবিষ্যতের কথা ভেবে পাকিস্তান ক্রিকেটের সর্বোত্তম স্বার্থে বোর্ড নিজেদের সিদ্ধান্ত নেবে।’
ওয়ানডে র্যাঙ্কিংয়ে দুইয়ে থাকা দলটি আফগানিস্তানের বিপক্ষে অপ্রত্যাশিত হারে পুরোপুরি ভেঙে পড়েছে। তাই তাদের জন্য হারের বৃত্ত থেকে বেরিয়ে ঘুরে দাঁড়ানোটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। যদিও কাজটা মোটেও সহজ হবে না, কারণ পরবর্তী ম্যাচগুলোতে দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলতে হবে তাদের।
তাই কাগজে-কলমে শেষ চার নিশ্চিত করতে কঠিন পরীক্ষা দিতে হবে পাকিস্তানকে। আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের চিদাম্বরমে নিজেদের ষষ্ঠ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাবর আজমের দল।