মাঠের আলোকসজ্জা নিয়ে আপত্তি তুললেন ম্যাক্সওয়েল
এবারের বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে ভারতে। ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের জনপ্রিয়তা কতটা, তা কারও অজানা নয়। ভারতও বিশ্বকাপ রাঙাতে কমতি রাখছে না আয়োজনে। তার একটি হলো আলোকসজ্জার প্রদর্শনী। দিবারাত্রির ম্যাচগুলোতে সন্ধ্যা হলে হঠাৎ বন্ধ হয়ে যায় ফ্লাডলাইট। পুরো স্টেডিয়াম সাজে বিভিন্ন রঙের মৃদু আলোয়।
গ্যালারিতে দর্শকরাও নিজেদের ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে তৈরি চমৎকার এক আবহের। কয়েক সেকেন্ডের সে প্রদর্শনীতে স্টেডিয়ামের ফ্লাডলাইটগুলো একবার জ্বলে-নেভে, আবার ঝলমল করে ওঠে। এই বিষয়টি নিয়ে আপত্তি তোলেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার মতে, খেলা চলাকালীন এসব করা বোকামি।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) নেদারল্যান্ডন্সের বিপক্ষে ৪০ বলে সেঞ্চুরি করেন ম্যাক্সওয়েল। রীতিমতো কচুকাটা করেন ডাচ বোলারদের। তুলে নেন ওয়ানডে বিশ্বকাপ ইতিহাসের দ্রুততম শতক। ম্যাচ শেষে মাঠের আলোকসজ্জা নিয়ে ম্যাক্সওয়েল বলেন, ‘খেলা চলাকালীন মাঠে এসব করা নিছক বোকামি। এতে খেলোয়াড়দের মনসংযোগে ব্যাঘাত ঘটে। চোখের সমস্যা হয়। অনেক সময় ম্যাচে নিজের মনযোগ ফেরাতে সময় লেগে যায়। যা খেলোয়াড়ের নিজের জন্য তো বটেই, দলের জন্যও ক্ষতিকর।’
তবে, এটিকে ম্যাক্সওয়েলের মতো করে দেখতে নারাজ আরেক অসি তারকা ডেভিড ওয়ার্নার। ম্যাক্সওয়েলের টুইটারের বিপরীতে রি-টুইট করে নিজের এক্স অ্যাকাউন্টে বলেন, ‘আমি তোমার মতো করে দেখি না এটি। আমার কাছে এই আলোকসজ্জা দারুণ লাগে। এটি সম্ভব হয়েছে দর্শকদের কারণে। অসাধারণ আবহ তৈরি করে তারা।’