ছুটি শেষের আগেই ভারতে ফিরছেন সাকিব
বিশ্বকাপের মাঝপথে হুট করেই তিন দিনের ছুটিতে দেশে আসেন অধিনায়ক সাকিব আল হাসান। দলের কঠিন সময়ে অধিনায়কের এমন আচমকা দেশে ফেরায় কম আলোচনা-সমালোচনা হয়নি। তিন দিনের ছুটিতে দেশে এলেও আগে-ভাগেই কলকাতায় ফিরছেন সাকিব।
আগামীকাল শুক্রবার (২৭ অক্টোবর) দলের সঙ্গে যোগ দেওয়ার কথা থাকলেও বাংলাদেশ অধিনায়ক এরইমধ্যে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছেন। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন বলে বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সূত্র থেকে জানা গেছে।
আগামীকাল ইডেন গার্ডেনসে বাংলাদেশ দলের অনুশীলনে যোগ দেবেন। দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুশীলন করবে ক্রিকেটাররা। সেখানে থাকবেন অধিনায়ক সাকিবও। গত দুদিন মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের অধীনে ইনডোরে অনুশীলন করেন সাকিব।
অবশ্য সাকিবের এমন আকস্মিক ঢাকা সফর অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। নিজের ব্যাটিং নৈপুণ্য নিয়ে উদ্বেগ থাকলেও সাকিব কোচিং স্টাফদের সহায়তা না নিয়ে কেন ঢাকায় উড়ে এলেন! তাও আবার বিশ্বকাপের মতো একটা মঞ্চ থেকে। বিসিবির পক্ষ থেকে অবশ্য এসবের কোনও জবাব দেওয়া হয়নি।
তবে গুঞ্জন রয়েছে, বিসিবি থেকেই দ্রুত সাকিবকে দলের সঙ্গে যোগ দিতে বলা হয়েছে। বিশ্বকাপে চারটি ম্যাচে ব্যাটিং করে সবমিলিয়ে ৫৬ রানের বেশি করতে পারেননি সাকিব। বল হাতেও তার পারফরম্যান্স বড্ড বিবর্ণ। শনিবার নেদারল্যান্ডসের বিপক্ষে নিজেকে মেলে ধরতে পারেন কি না সাকিব, সেটাই এখন দেখার বিষয়।