বোলারদের জন্য এই বিশ্বকাপ চ্যালেঞ্জিং : তাসকিন
আগে থেকেই এক রকম জানা ছিল, এবারের ওয়ানডে বিশ্বকাপ হতে চলেছে ব্যাটিং স্বর্গ। হচ্ছেও তা। ব্যাটারদের দুহাত ভরে রান আর বোলারদের হতাশা দিয়ে আসছে ভারত বিশ্বকাপ। মারকাটারি ব্যাটিংয়ের এই সময়টায় বোলাররা যেন অসহায়। বিশেষ করে শেষের ওভারগুলোতে তারা যেন বল করতে ছুটে যান ব্যাটার তাদের মারবেন বলেই।
বিশ্বকাপে বাংলাদেশের অবস্থা এখন পর্যন্ত নাজুক। পাঁচ ম্যাচে জয় কেবল একটি। আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আসরে প্রথম তিন ম্যাচে খেললেও চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি পেসার তাসকিন আহমেদ।
বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে ফিরছেন তিনি। সম্প্রতি নিজেকে প্রমাণ করেছেন গতি ও দক্ষতার মিশেলে। তবে, বিশ্বকাপে এখন পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি এই গতি তারকা। তিন ম্যাচে নিয়েছেন মোটে দুই উইকেট।
কালকের ম্যাচের আগে আজ শুক্রবার (২৭ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন তাসকিন। সেখানেই জানালেন বোলারদের জন্য কতটা চ্যালেঞ্জিং এবারের বিশ্বকাপ।
তাসকিন বলেন, ‘এই বিশ্বকাপে এখন পর্যন্ত বোলারদের জন্য কিছুই দেখিনি। সবগুলো পিচই ব্যাটিংবান্ধব। বোলারদের জন্য যা ভীষণ চ্যালেঞ্জিং। নামীদামী বোলাররাও ছন্দে নেই। এখানে বোলিং করতে কেবল গতি থাকলে চলবে না, দক্ষতারও প্রয়োজন।’