আইপিএলের নিলামের সময়সূচি প্রকাশ
চলছে আইসিসি ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। বিশ্বকাপের মাঝেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) নিলাম নিয়ে এলো বড় আপডেট। বিশ্বকাপ শেষেই অনুষ্ঠিত হবে ২০২৪ আসরের নিলাম। যদিও ভারতের মাটিতে নয় বরং দুবাইতে হবে আসন্ন আসরের নিলাম।
গতকাল বৃহস্পতিবার (২৬ অক্টোবর) ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, আইপিএল ২০২৪-এর নিলাম অনুষ্ঠিত হবে দুবাইতে। ১৫-১৯ ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হতে পারে আইপিএলের নিলাম। সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৯ ডিসেম্বর। পাশাপাশি উইমেন্স প্রিমিয়ার লিগের নিলাম হওয়ার কথা ৯ ডিসেম্বর। তার ভেনু অবশ্য এখনও ঠিক হয়নি। যদিও তা ভারতেই হওয়ার কথা।
এবার দল সাজানোর জন্য প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বোচ্চ ১০০ কোটি রুপি পাবে। গত মৌসুমে যা ছিলো ৯৫ কোটি রুপি। নিলামে একটা দল কত রুপি খরচ করতে পারবে সেটা নির্ভর করছে তাদের ছেড়ে দেয়া ক্রিকেটারদের মূল্য কত সেটার উপর। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ১২.২০ কোটি রুপি আছে পাঞ্জাব কিংসের। সবচেয়ে কম ০.০৫ কোটি রুপি আছে মুম্বাই ইন্ডিয়ান্সের।
শোনা যাচ্ছে, এবারের আইপিএলের পুরো আসর দুবাইতে হতে পারে। কারণ, সামনেই ভারতের লোকসভা নির্বাচন। আগামী মে মাসে অনুষ্ঠিত হতে পারে এই নির্বাচন। তাই ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখে পুরো আইপিল বিদেশের মাটিতে করার ভাবনা বিসিসিআইয়ের। যদিও এই বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি বোর্ড।
আইপিএলের নিলাম চলাকালে অবশ্য সিরিজ খেলতে ব্যস্ত থাকবে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকা সফরে ব্যস্ত সময় পার করবেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। ১৯ ডিসেম্বর প্রোটিয়াদের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলবে ভারত।