দক্ষিণ আফ্রিকাকে ২৭১ রানের লক্ষ্য দিল পাকিস্তান
এবারের বিশ্বকাপ আসরে এখন পর্যন্ত পাঁচ ম্যাচের চারটিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। পাকিস্তান প্রথম দুই ম্যাচে জয়ের পর হেরেছে টানা তিনটি। নিজেদের ষষ্ঠ ম্যাচে আজ শুক্রবার (২৭ অক্টোবর) চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ৪৬.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭০ রান করে পাকিস্তান।
টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। কিন্তু, উদ্বোধনী জুটিতে ২০ রানের বেশি তুলতে পারেনি তারা। ওপেনার আব্দুল্লাহ শফিককে ৯ রানে ফিরিয়ে দেন মার্কো জ্যানসেন। জ্যানসেনের শিকারে পরিণত আরেক ওপেনার ইমাম-উল-হক। ১২ রান করেন ইমাম। তৃতীয় উইকেট জুটিতে বাবর ও মোহাম্মদ রিজওয়ান মিলে সাময়িক বিপর্যয় সামাল দেন। ২৭ বলে ৩১ রান করে জেরাল্ড কোয়েৎজের উইকেটের পেছনে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে ফেরেন রিজওয়ান। অর্ধশতক তুলে নেন বাবর। তবে, থামেন ঠিক ৫০ রানেই। তাব্রাইজ শামসির শিকারে পরিণত হন তিনি।
১৪১ রানে পাঁচ উইকেট হারানো পাকিস্তানের হাল ধরেন সৌদ শাকিল ও শাদাব খান। ৮৪ রানের জুটি গড়ে পাকিস্তানকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেন তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৫২ রান করেন শাকিল। ৫২ বলে ৫২ রানে শাকিল ও শাদাব আউট হন ৩৬ বলে ৪৩ রান করে। ২৪ বলে ২৪ রানের ইনিংস খেলে পাকিস্তানের দলীয় সংগ্রহ আড়াইশ পার করান মোহাম্মদ নাওয়াজ।
শেষ দিকের ব্যাটাররা দ্রুত গুটিয়ে গেলে পাকিস্তান থামে ২৭০ রানে। দক্ষিণ আফ্রিকার পক্ষে চার উইকেট শিকার করেন শামসি। জ্যানসেন নেন তিন উইকেট। কোয়েৎজে পান দুটি।
সংক্ষিপ্ত স্কোর
পাকিস্তান : ৪৬.৪ ওভারে ২৭০/১০। (শফিক ৯, ইমাম ১২, বাবর ৫০, রিজওয়ান ৩১, ইফতেখার ২১, শাকিল ৫২, শাদাব ৪৩, নাওয়াজ ২৪, আফ্রিদি ২, ওয়াসিম ৭, হারিস ০*; জ্যানসেন ৯-১-৪৩-৩, লুঙ্গি ৭.৪-০-৪৩-১ , মার্করাম ৪-০-২০-০, মহারাজ ৯-০-৫৬-০, কোয়েৎজে ৭-০-৪২-২, শাসসি ১০-০-৬০-৪)