স্বপ্ন বাঁচিয়ে রাখার মিশনে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস
বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও নিজেদের সেই অর্থে মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে রীতিমত কোণঠাসা সাকিবরা। সেমি ফাইনালের স্বপ্নও এখন অনেকটাই ফিকে। শেষ চারে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণ মাথায় নিয়েই নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে লাল-সবুজের দল।
বিশ্বকাপে যেন ব্যর্থতা কিছুতেই পিছু ছাড়ছে না বাংলাদেশের। ব্যাটারদের পাশাপাশি বোলাররাও পারছেন না আস্থার প্রতিদান দিতে। প্রতি ম্যাচে ভেন্যু বদলালেও ক্রিকেটারদের পারফরম্যান্সের গ্রাফ সেই নিম্নমুখী। ওয়ানডে সুপার লিগে দারুন ছন্দে থাকা দলটির এমন আচমকা বদলে যাওয়ায় হতাশ সমর্থকরাও। সবমিলিয়ে বেশ চাপে টিম বাংলাদেশ।
অন্যদিকে, প্রতিপক্ষ নেদারল্যান্ডসও খুব একটা স্বস্তিতে নেই। বাংলাদেশের সমান এক জয় নিয়ে পয়েন্টস টেবিলের তলানীতে ডাচরা। যদিও যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাত্তাই পায়নি বাংলাদেশ, তাদের বিপক্ষেই কি না নাটকীয় এক জয় তুলে নিয়েছে নেদারল্যান্ডস। তাই ডাচদের খাটো করে দেখার কোনো সুযোগ নেই।
চার ম্যাচ হারলেও এখনও সেমির স্বপ্ন শেষ হয়ে যায়নি—বলেছেন পেসার তাসকিন আহমেদ। সংবাদ সম্মেলনে আজ শুক্রবার (২৭ অক্টোবর) তাসকিন বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আমাদের হাতে চারটি ম্যাচ আছে। আমরা যদি চারটি ম্যাচ জিততে পারি, সম্ভাবনা থাকবে। যেহেতু রান রেটের একটা ব্যাপার আছে। তবে, আমরা এই মুহূর্তে ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। এখন পর্যন্ত আমরা দল হিসেবে ভালো করতে পারিনি। সামনের ম্যাচগুলোতে আমাদের অনেক উন্নতি করতে হবে। আমাদের ক্রিকেটারদের সেই সামর্থ্য আছে। পরবর্তী চার ম্যাচে ভালো কিছু আশা করছি।’
ওয়ানডে ফরম্যাটে এটি দুদলের তৃতীয় লড়াই। আগের দুই লড়াইয়ের মধ্যে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ-নেদারল্যান্ডস। এই ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়ে ২-১ ব্যবধানে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। ওয়ানডেতে মুখোমুখি পরিসংখ্যান অনুযায়ী সহ-অবস্থানে থাকলেও, বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে একবারের দেখায় জয় আছে বাংলাদেশেরই। ২০১১ সালের বিশ্বকাপে চট্টগ্রামে ডাচদের ছয় উইকেটে হারিয়েছিল বাংলাদেশ।
অন্যদিকে, হারের বৃত্তে থাকা নেদারল্যান্ডস সেরাটা দিয়ে হলেও বাংলাদেশকে হারাতে চান। সংবাদ সম্মেলনে নেদারল্যান্ডস অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘আমরা অবশ্যই প্রতি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে নামি। আসরের মাঝপথে এসে অনেক কিছুই বদলে গেছে। প্রতিটি ম্যাচই আমাদের কাছে বড়। বাংলাদেশের বিপক্ষে ম্যাচের দিকে তাকিয়ে আছি আমরা। আমরা আমাদের সেরাটা দিয়েই খেলব।’
বাংলাদেশ দলের জন্য সুখবর, চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকা ম্যাচে না খেলতে পারলেও এই ম্যাচে থাকছেন পেসার তাসকিন আহমেদ। ইডেন গার্ডেন্সের উইকেট থেকে বরাবরই বাড়তি সুবিধা পায় ব্যাটাররা। তাই এই ম্যাচেও রানবন্যার আভাস পাওয়া গেছে। কলকাতার ইডেন গার্ডেন্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়।
মাত্র দুই পয়েন্ট নিয়ে ১০ দলের আসরে বাংলাদেশের অবস্থান এখন আটে। অন্যদিকে, নেদারল্যান্ডসের অবস্থান সবার শেষে। পাঁচ ম্যাচে তারাও পেয়েছে একটি জয়। রানরেটে পিছিয়ে থাকায় বাংলাদেশ ও ইংল্যান্ডের পরে অবস্থান তাদের।
বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।