‘ভালোটা সবার, খারাপ খেললে আমাদের ১৫ জনের’
বাংলাদেশে ক্রিকেট স্রেফ বিনোদনের জায়গায় নেই। বাঙালি ভক্তদের কাছে ক্রিকেট যেন আরও বেশি কিছু। তাই তো খেলার যে কোনো ইস্যুতে পান থেকে চুন খসলেই সমালোচনার অন্ত রাখেন না। ভালো খেললে যেমন তালি, খারাপ খেললে তেমনি গালি দিতে বিন্দুমাত্র ভাবেন না ভক্তরা।
এবারের বিশ্বকাপে এসে বিষয়টি আরও কঠিনভাবে উপলব্ধি করেছেন তাসকিন আহমেদ। কঠিন বাস্তবতার মুখোমুখি হয়ে সংবাদমাধ্যমেও বলে ফেলেছেন, 'যখন খারাপ হয়, তখন আমাদের ১৫ জনেরই সব নিতে হয়। এটা আমরা নিচ্ছি বরাবরের মতো। আবার যখন ভালো হবে, সবাই মিলে উদযাপন করব।'
এবারের বিশ্বকাপে মোটেও স্বস্তিতে নেই বাংলাদেশ। যে আশা নিয়ে ভারতে পা রেখেছিল তার কিছুই পূরণ হয়নি। বরং, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটি তাদের জন্য অস্তিত্ব রক্ষার। কোনো রকম অঘটন হলেই ভাসতে হবে সমালোচনার বন্যায়।
এসব চাপকে দূরে রেখে আপাতত উন্নতি নিয়েই ভাবছেন ক্রিকেটাররা। তাসকিন বলেন, 'আমরা তেমন ভালো করতে পারিনি। যদি এটা বলে থাকি যে, পেস বোলাররা খুব বেশি সাহায্য পাচ্ছে না, এটা না বলে যদি চিন্তা করি কীভাবে আরও উন্নতি করা যায়, কোন জায়গায় কাজ করা যায়— সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি। বোলিং বিভাগ পরের ম্যাচগুলোতে কতটা ভালো করতে পারে সেটাই ভাবছি। আমরা ভালো না করলে জেতাটাও কঠিন।'