নিউজিল্যান্ডকে পাহাড়সম রানের লক্ষ্য দিল অস্ট্রেলিয়া
ক্রিকেটের অন্যতম পুরোনো দ্বৈরথের একটি অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড লড়াই। তাসমান সাগরের দুই পাড়ের দুই দেশের ম্যাচকে ডাকা হয় ট্রান্স-তাসমান লড়াই নামে। জমজমাট এই দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকে ভক্তরা। ওয়ানডে বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ ম্যাচে ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (২৮ অক্টোবর) মুখোমুখি হয়েছে দুই দল। আগে ব্যাট করে নিউজিল্যান্ডের বিপক্ষে ৪৯.২ ওভারে অলআউট হলেও ৩৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে অস্ট্রেলিয়া।
টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। তার এই সিদ্ধান্তকে শুরুতেই আক্ষেপে পরিণত করান দুই অসি ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ১৯.১ ওভারে ১৭৫ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজন মিলে। ৬৫ বলে ৮১ রান করা ওয়ার্নারকে ফিরতি ক্যাচে পরিণত করে ফেরান গ্লেন ফিলিপস। ওয়ার্নার সেঞ্চুরি করতে না পারলেও শতক তুলে নেন অপর ওপেনার ট্রাভিস হেড। ৫৯ বলে সেঞ্চুরি করা হেডের ইনিংস থামে ৬৭ বলে ১০৯ রানে। তাকে বোল্ড করেন ফিলিপস।
শুরুতে খেই হারালেও দুই অসি ওপেনারকে ফিরিয়ে ম্যাচে কিছুটা ফিরে আসে কিউইরা। ৩৬ রান করা মিচেল মার্শকে বোল্ড করেন মিচেল স্যান্টনার। সুবিধা করতে পারেননি স্টিভ স্মিথ। ১৮ রান করে ফিলিপসের বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। গত ম্যাচে ৪০ বলে সেঞ্চুরি করা গ্লেন ম্যাক্সওয়েল আজও ছিলেন আগ্রাসী। ২৪ বলে ৪১ রান করে আরেকটি বড় ইনিংসের ইঙ্গিত দেওয়া ম্যাক্সওয়েলকে ফেরান জেমস নিশাম।
নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও থামেনি অস্ট্রেলিয়ার রানের চাকা। শেষ দিকে জশ ইংলিশের ২৮ বলে ৩৮ ও অধিনায়ক প্যাট কামিন্সের ১৪ বলে ৩৭ রানের ঝড়ো ইনিংসে অসিরা পায় ৩৮৮ রানের পাহাড়সম সংগ্রহ। অসিদের অলআউট করলেও কিউই থামাতে পারেনি তাদের ব্যাটিং ঝড়।
নিউজিল্যান্ডের পক্ষে তিনটি করে উইকেট পান ফিলিপস ও বোল্ট। স্যান্টনার নেন দুই উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৪৯.২ ওভারে ৩৮৮/১০। (ওয়ার্নার ৮১, হেড ১০৯, মার্শ ৩৬, স্মিথ ১৮, লাবুশেন ১৮, ম্যাক্সওয়েল ৪১, ইংলিশ ৩৮, কামিন্স ৩৭, স্টার্ক ১, জাম্পা ০, হ্যাজেলউড ০*; হেনরি ৬.২-০-৬৭-১, বোল্ট ১০-০-৭৭-৩, ফার্গুসন ৩-০-৩৮-০, স্যান্টনার ১০-০-৮০-২, ফিলিপস ১০-০-৩৭-৩, রাচিন ৮-০-৫৬-০, নিশাম ২-০-৩২-১)