মেয়ের জন্য জয় নিয়ে ফিরতে চান বাবা
অ্যাডিলেডে বাংলাদেশ ও ভারত ম্যাচের একটি ছবি নজর কেড়েছিল দুনিয়াজোড়া ক্রিকেটপ্রেমীদের। ভারতের কাছে হৃদয়ভাঙা হারের পর গ্যালারির এক কোণে নিরবে কাঁদছিল ছোট্ট শিশু। পাশে দাঁড়ানো বাবার চোখ জুড়েও কান্নার জোয়ার। সেই ছবি সারা পৃথিবীতে থাকা বাঙালি ক্রিকেট ভক্তদের প্রবলভাবে স্পর্শ করেছিল।
ছোট্ট মেয়েকে নিয়ে ভাইরাল হওয়া বাবা এবার অস্ট্রেলিয়া থেকে উড়াল দিয়ে এসেছেন ভারতে। উদ্দেশ্য ভারতের মাটিতে বসে বাংলাদেশের খেলা দেখা। একের পর হারতে থাকা বাংলাদেশ ঘুরে দাঁড়াবে, সেই আশায় কলকাতায় এসেছেন। মাঠে বসে বাংলাদেশকে সাপোর্ট করবেন তিনি। সেই সঙ্গে স্বপ্ন দেখেন মেয়ের জন্য সুদূর অস্ট্রেলিয়ায় জয় নিয়ে ফিরতে পারবেন।
অ্যাডিলেডে বাংলাদেশের হারে কান্নায় ভেঙে পড়া শিশুটির নাম জাফরিন। অস্ট্রেলিয়ায় জন্ম ও সেখানেই বেড়ে ওঠা হলেও বাংলার ক্রিকেটের প্রতি তার প্রচন্ড টান। জাফরিনের পছন্দের ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ।
অস্ট্রেলিয়ায় স্কুল খোলা থাকার কারণে কলকাতায় আসা হয়নি জাফরিনের। তবে, তার বাবা ছুটে এসেছেন ঠিকই। ভারতে আসার সময় বাবার কাছে মেয়ে আবদার রেখেছেন, বাব যেন জয় নিয়েই ফেরেন অস্ট্রেলিয়াতে।
ইডেনের চত্বরে জাফরিনের বাবা এনটিভি অনলাইনকে বলেন, ‘আমার মেয়ে অস্ট্রেলিয়া থাকলেও ক্রিকেটে তার অনেক টান। গত বছর অস্ট্রেলিয়ার মাটিতে হওয়া বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো দেখেছে সে। এবারও খুব ইচ্ছে ছিল বাংলাদেশের ম্যাচ দেখতে আসার। কিন্তু, স্কুল খোলা থাকায় আসতে পারেনি।’
জাফরিনের বাবা আরও যোগ করেন, ‘সে আসতে না পারলেও ফেরার আগে আমাকে অনুরোধ করেছে আমি যেন বাংলাদেশের জয় নিয়েই ফিরি। এই ম্যাচটি দেখব, পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিও দেখব। আশা করি দুটো ম্যাচেই বাংলাদেশ জিতবে। আমি আমার মেয়ের জন্য জয় নিয়ে ফিরতে চাই।’