বিশ্বকাপে টানা পঞ্চম হার বাংলাদেশের
ব্যর্থতার ষোলোকলা যেন পূর্ণ হলো। দুঃস্বপ্নের বিশ্বকাপে নেদারল্যান্ডসের কাছেও হেরে বসলো বাংলাদেশ। সেটাও আবার ভালো খেলে নয়, লজ্জাজনক পারফরম্যান্স উপহার দিয়ে। ইডেন গার্ডেনসে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছে নেদারল্যান্ডস। বিশ্বকাপে এটি তাদের দ্বিতীয় জয়। বাংলাদেশ প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর আর জয় পায়নি।
ব্যাটিং দুর্দশায় শেষের অপেক্ষায় বাংলাদেশ
১০৯ রানের মধ্যে সাত উইকেট হারিয়ে বেশ বিপাকে পড়েছিল বাংলাদেশ। সেই বিপদ আরও বাড়ে অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বিদায়ে। দলীয় ১১৩ রানের মাথায় ৪১ বলে ২০ রান করে সাজঘরে ফেরেন ডানহাতি এই ব্যাটার। সবমিলিয়ে ১১৪ রানের মাঝে আট উইকেট হারিয়ে শেষের অপেক্ষায় বাংলাদেশ।
হারের শঙ্কা উঁকি দিচ্ছে বাংলাদেশের
মাত্র ২৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে এমন ব্যাটিং বিপর্যয়ে পড়বে বাংলাদেশ এমনটা হয়তো কেউই ভাবেনি। তবে নেদারল্যান্ডসের বোলারদের দাপটে মাত্র ১১০ রানের মাঝেই সাত উইকেট হারিয়েছে সাকিব আল হাসানের দল। সবমিলিয়ে টানা পঞ্চম হার উঁকি দিচ্ছে বাংলাদেশের।
সাকিব-মিরাজের বিদায়ে বিপাকে বাংলাদেশ
বিশ্বকাপে ব্যাটিং নিয়ে হতাশা কাটছে না বাংলাদেশের। প্রতিটি ম্যাচেই ব্যাট হাতে ধুঁকছেন ব্যাটাররা। নেদারল্যান্ডসের বিপক্ষেও সেই ধারা অব্যাহত। ২৩০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬৯ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাটিং বিপর্যয়ে লাল-সবুজের দল।
চাপ বাড়িয়ে ফিরলেন শান্ত
চলতি বিশ্বকাপটা মোটেও ভালো যায়নি ব্যাটার নাজমুল হোসেন শান্তর। বিশ্বকাপের আগ পর্যন্ত দারুণ ছন্দে থাকা শান্ত বিশ্বকাপে আস্থার প্রতিদান দিতে পারছেন না। ছয়টি ম্যাচে ব্যাট করার সুযোগ পেলেও কোনো ম্যাচেই নিজের জাত চেনাতে পারলেন না শান্ত। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচেও সেই ধারা অব্যাহত। দলীয় ৪৫ রানে সাজঘরে ফেরেন বাঁহাতি এই ব্যাটার। আউটের আগে করেন ১৮ বলে মাত্র ৯ রান।
শুরুতেই লিটন-তামিমের উইকেট হারাল বাংলাদেশ
বাংলাদেশের লক্ষ্যটা খুব বেশি নয়, মাত্র ২৩০ রানের। মাঝারি এই সংগ্রহ তাড়া করতে গিয়ে শুরুতেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। দলীয় ১৯ রানের মাথায় দুই ওপেনার তানজিদ তামিম ও লিটন দাস সাজঘরে ফেরেন। ব্যাট হাতে লিটন তিন ও তামিম ১৫ রান করেছেন।
২২৯ রানে থামল নেদারল্যান্ডস
শুরু থেকে নেদারল্যান্ডসকে যেভাবে চাপে রেখেছিল বাংলাদেশের বোলাররা, তাতে ডাচদের দেড়শ রানের মধ্যে গুটিয়ে যাওয়ার কথা। তবে ফিল্ডিং ব্যর্থতায় তা হয়নি। লেজের সারির ব্যাটারদের দৃঢ়তায় বাংলাদেশকে ২৩০ রানের লক্ষ্য ছুঁড়ে দিল নেদারল্যান্ডস।
এডওয়ার্ডসকে সাজঘরে ফেরালেন মুস্তাফিজ
২৭ ওভারে ৫ উইকেট হারিয়ে নেদারল্যান্ডসের সংগ্রহ ছিল ১০৭ রান। এরপরই ব্রাখটসের সঙ্গে জুটি গড়েন এডওয়ার্ডস। ৭৮ রানের এই জুটিতে বেশ চাপে পড়ে বাংলাদেশ। অবশেষে দলীয় ১৮৫ রানে মুস্তাফিজের বলে মিরাজের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডানহাতি এই ব্যাটার। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৮৯ বলে ৬৮ রান।
এডওয়ার্ডসের ব্যাটে লড়াই নেদারল্যান্ডসের
দলীয় ১০৭ রানে লিডকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পান তাসকিন। তবে উইকেটের এক প্রান্ত আগলে রেখে লড়াই করছেন অধিনায়ক এডওয়ার্ডস। এরই মধ্যে স্কোরবোর্ডে ১৫০ রান তুলে ফেলেছে ডাচরা।
ফের উইকেটের দেখা পেলেন তাসকিন
বাংলাদেশের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে খুব একা ছন্দে নেই নেদারল্যান্ডস। বাংলাদেশের বোলারদের তোপের মুখে নিয়মিত বিরতিতে উইকেট হারাচ্ছে ডাচরা। দ্রুত চার উইকেট হারিয়ে চাপে পড়লেও লিড-এডওয়ার্ডসের ব্যাটে তা সামাল দেয় নেদারল্যান্ডস। তবে তাসকিন ডাচদের সেই জুটি বড় হতে দেননি। দলীয় ১০৭ রানের মাথায় লিডকে ফিরিয়ে নিজের দ্বিতীয় উইকেটের দেখা পেলেন তাসকিন।
নেদারল্যান্ডসের প্রতিরোধ, উইকেটের খোঁজে বাংলাদেশ
আগে ব্যাটিংয়ে নেমে দলীয় ৬৩ রানের মাথায় চার উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে এডওয়ার্ডস ও লিডের ব্যাটে সেই চাপ সামলে এগিয়ে যাচ্ছে ডাচরা। এরই মধ্যে দলীয় শতরান পূরণ করেছে নেদারল্যান্ডস। উইকেটের খোঁজে সাকিবরা।
ডাচদের প্রতিরোধ ভেঙে সাকিব-মুস্তাফিজের ব্রেক থ্রু
টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই জোড়া উইকেট হারায় নেদারল্যান্ডস। তবে সেই চাপ সামলে দারুণ ব্যাটিং করেন টপ অর্ডারের দুই ব্যাটার বারাসি ও অ্যাকারম্যান। এই দুইজনের ৫৯ রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে নেদারল্যান্ডস। তবে মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসান জোড়া উইকেট তুলে ডাচদের ফের চাপে ফেলে। দলীয় ৬৩ রানের মাথায় চার উইকেট নেই নেদারল্যান্ডসের।
বারাসি-অ্যাকারম্যানের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা নেদারল্যান্ডসের
দলীয় চার রানের মাথায় দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে নেদারল্যান্ডস। তবে দ্রুত দুই উইকেট হারালেও টপ অর্ডার দুই ব্যাটার অ্যাকারম্যান ও বারাসির ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ডাচরা। দশ ওভার শেষে স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলেছে নেদারল্যান্ডস।
তাসকিনের পর বল হাতে সাফল্য পেলেন শরিফুল
শেষ চারের স্বপ্ন টিকিয়ে রাখতে নেদারল্যান্ডসের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। ইডেন গার্ডেন্সে টস হেরে বোলিংয়ে দারুণ শুরু করেছে সাকিব আল হাসানের দল। দলীয় চার রানের মাথায় দুই উইকেট তুলে ডাচদের চাপে ফেলেছে বাংলাদেশ। তাসকিনের পর উইকেটের খাতায় নাম লেখালেন শরিফুল ইসলাম।
তাসকিনের হাত ধরে প্রথম সাফল্য
সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। শুরুটা জয় দিয়ে হলেও তারপরই পথ হারায় দলটি। একে একে চার ম্যাচে হেরে নাজুক অবস্থায় সাকিব আল হাসানরা। আজ জয়ের ধারায় ফেরার সুযোগ বাংলাদেশের। যেখানে প্রতিপক্ষ নেদারল্যান্ডস। বোলিংয়ে নেমে শুরুতেই তাসকিনের হাত ধরে সাফল্য পেল বাংলাদেশ।
তাসকিনকে নিয়ে জয়ের লড়াইয়ে বাংলাদেশ
বাংলাদেশের পেস আক্রমণের নেতা তাসকিন। প্রথম তিন ম্যাচ খেলার পর ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দলে ছিলেন না তিনি। চোট কাটিয়ে নেদারল্যান্ডসের বিপক্ষে আজ ফিরেছেন তিনি। একাদশে তাসকিনকে জায়গা করে দিতে বাদ পড়েছেন পেসার হাসান মাহমুদ। এ ছাড়া, নাসুম আহমেদের বদলে একাদশে ফিরেছেন শেখ মেহেদি হাসান।
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেললেও নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ। টানা চার ম্যাচ হেরে রীতিমতো কোণঠাসা সাকিবরা। সেমিফাইনালের স্বপ্নও এখন অনেকটাই ফিকে। শেষ চারে যেতে হলে জয়ের কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে। এমন সমীকরণ মাথায় নিয়েই আজ শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেন্সে টসে হেরে বোলিংয়ে বাংলাদেশ।