পাকিস্তান ম্যাচের আগে বাংলাদেশ দূতাবাসে সাকিবদের নৈশভোজ
বুকভরা আশা নিয়ে বিশ্বকাপ অভিযানে গিয়েছিল বাংলাদেশ। কিন্ত মাঝপথেই সেই স্বপ্ন ভেঙে গেল। টানা পাঁচ হারে সেমির দৌড় থেকে ছিটকে গেল লাল-সবুজের দল। এমন দুঃসময়ে নিজেদের কিছুটা চাঙা রাখতে কলকাতায় বাংলাদেশ উপ দূতাবাসের আমন্ত্রনে নৈশভোজে অংশ নেন বাংলাদেশের ক্রিকেটাররা।
আজ রোববার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশের ক্রিকেটারদের অংশগ্রহনে এ আয়োজন ছিল উৎসবমুখর। রাত ৮টায় ক্রিকেটাররা হাজির হন দূতাবাসে।
আয়োজনে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের অভ্যর্থনা জানান কলকাতায় নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার আন্দালিব ইলিয়াস।
এ সময় বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান ডেপুটি কমিশনার আন্দালিব ইলিয়াসকে বাংলাদেশের একটি জার্সি উপহার দেন। পরে শহীদ মিনারের সামনে বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে ছবিও তোলেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনের কর্তারা। আয়োজনে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও তার স্ত্রীসহ বিসিবির বিভিন্ন কর্মকর্তারা।
শুধু তাই নয়, গণমাধ্যমকেও আমন্ত্রণ জানানো হয়। বিশ্বকাপ কাভার করতে যাওয়া সকল সাংবাদিক ও ক্রিকেটারদের নিয়ে একসঙ্গে নৈশভোজ করেন বিসিবিপ্রধান।
টানা হারে মানসিকভাবে পুরোপুরি ভেঙে পড়েছে সাকিব-মুশফিকরা। তাই বাকি তিন ম্যাচে অন্তত জয় নিয়ে দেশে ফিরতে মরিয়া ক্রিকেটাররা। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনও ক্রিকেটারদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন।