মুখের কথা নয়, প্রমাণ করতে মুখিয়ে বাংলাদেশ
বিশ্বকাপে ছয় ম্যাচ খেলা শেষ। সম্ভাবনা শেষ সেমিফাইনালেরও। হাতে শুধু নিয়মরক্ষার তিন ম্যাচ। কিন্তু সেখানেও দিতে হবে পরীক্ষা। কারণ, এই ম্যাচগুলো না জিতলে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলার সম্ভাবনা শেষ হয়ে যাবে। অন্তত বাকি তিন ম্যাচের দুটিতে জয় চাই বাংলাদেশের।
সমীকরণ যখন এই তখন বাংলাদেশের পিঠ আটকে গেছে দেয়ালে। টানা হার, হারের ধরন, ব্যাটিং, বোলিং-সবই চরম বিব্রতকর। মুখে সবার কথার ঝুড়ি থাকলেও ব্যাটে-বলে মলিন। তবে, পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে শুধু কথার ঝুড়ি নয় কাজেও প্রমাণ করার তাগিদ দিলেন সাকিব আল হাসান। দলের সব হতাশাকে আপাতত দূরে রেখে পাকিস্তান ম্যাচে নজর অধিনায়কের।
অন্য সময় সংবাদ সম্মেলনে খুব একটা না আসতে চাওয়া সাকিবকে আজও হাজির হতে হলো ক্যামেরার সামনে। নানা প্রশ্নের বান অধিনায়ক সামলালেন নিজের মতো করেই। হারের ধাক্কা থেকে বের হওয়ার প্রশ্নে অধিনায়কের জবাব, 'আমরা এসব নিয়ে আলোচনা করেছি। আমাদের টিম মিটিং হয়েছে। কি করে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটানো যায়। আমাদের আসলে প্রমাণ করতে হবে, মুখের কথায় কিছু হবে না। মাঠেই আমাদের যা কিছু করতে হবে। '
নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর দলের আবহ কেমন ছিল সেই ধারণাও দিলেন অধিনায়ক, 'ওইদিন তো সবাই খুব খারাপ অনুভব করেছে। তবে কেবল খারাপ অনুভব করলে তো চলবে না। এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে আমাদের। আমরা একসাথে বসে আলাপ করেছি, ব্যক্তিগতভাবে আলাপ করেছি। যেটা করলে আমাদের আরও ভালো কিছু হতে পারে, সেগুলো আমরা করার চেষ্টা করেছি।'