বাংলাদেশের জন্য প্রস্তুত পাকিস্তান
টানা দুই জয়ের পর চারটিতেই হার। সেমিফাইনালে যাওয়ার আশার প্রদীপেও নিভু নিভু আলো। সেই প্রদীপে আলো জ্বালিয়ে রাখতেই পরের তিন ম্যাচে নজর পাকিস্তানের। যার মধ্যে প্রথমটি আগামীকাল মঙ্গলবার বাংলাদেশের বিপক্ষে। চেনা প্রতিপক্ষের বিপক্ষে নিজেদের সবটা উজাড় করে দিতে প্রস্তুত পাকিস্তান। সব হতাশা ভুলে বাংলাদেশের বিপক্ষে জয়েই চোখ রাখছে বাবর আজমের দল।
ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার আগে দুদলেরই অবস্থান এক বিন্দুতে। সেদিক দিয়ে বাংলাদেশের বিদায় নিশ্চিত। তবে পাকিস্তানের সম্ভাবনা এখনও আছে। যে টুকু আশা আছে বেঁচে সে টুকু টিকিয়ে রাখতেই বাংলাদেশের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে রাজি নয় পাকিস্তান।
ম্যাচের আগের দিন প্রধান কোচ গ্র্যান্ড ব্রান্ডম্যান বাংলাদেশের প্রতি সম্মান জানিয়ে বলেছেন, 'বাংলাদেশকে আমরা প্রবল শ্রদ্ধা করি। মানসম্পন্ন এক দল ক্রিকেটার ওরা। আমরা খুব ভালোভাবে দেখেছি যে তাদের কোন দুর্বলতা আমরা কাজে লাগাতে পারি এবং কোথায় তাদের শক্তির জায়গা। বাংলাদেশের জন্য আমরা তাই খুব ভালোভাবে প্রস্তুত।'
বাংলাদেশের বিপক্ষে ম্যাচের আগে পাকিস্তানকে স্বস্তি দিচ্ছে চেনা প্রতিপক্ষ হওয়ার রসদ। বাংলাদেশ পাকিস্তানের কাছে চেনা। কদিন আগে এশিয়া কাপেও বাংলাদেশকে হারিয়েছে বাবর আজমের দল। কোচ বলেছেন, 'বাংলাদেশকে আমরা খুব ভালোভাবে জানি। গত মাসেই এশিয়া কাপে খেলেছি ওদের সঙ্গে। আগেও খেলেছি। এটি আমাদের জন্য নতুন ভেন্যু। তবে নিজেদের হোমওয়ার্ক সেরে নিয়েছি আমরা। পরের তিন ম্যাচে আমরা নিজেদের সেরাটা মেলে ধরতে চাই।'