একাদশে ফিরেছেন হৃদয়, বাদ পড়েছেন শেখ মেহেদি
এবারের বিশ্বকাপ থেকে পাওয়ার কিছু অবশিষ্ট নেই বাংলাদেশের। লড়াই এখন শেষটা সুন্দর করার। টানা পাঁচ হারে আসর থেকে বাদ পড়া একপ্রকার নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। এমন অবস্থায় নিজেদের সপ্তম ম্যাচে কলকাতার ইডেন গার্ডেন্সে আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) মুখোমুখি হয়েছে বাংলাদেশ-পাকিস্তান। পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচের একাদশে ফিরেছেন ব্যাটার তাওহিদ হদয়। তাকে জায়গা করে দিতে বাদ পড়েছেন অলরাউন্ডার শেখ মেহেদি হাসান। একাদশে কেবল একটিই পরিবর্তন এনেছে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে আগের ম্যাচে ব্যাট হাতে চূড়ান্ত ভরাডুবি হয়েছে বাংলাদেশের। আজ তাই, একাদশে একজন বাড়তি ব্যাটারের প্রয়োজনীয়তা অনুভব করেছে বাংলাদেশ।
টস জিতে সাকিব বলেন, ‘আমাদের হারানোর কিছু নেই, করারও কিছু নেই। যা আমাদের জন্য খুবই দুঃখজনক। এই ম্যাচে যতটা সম্ভব ইতিবাচক থেকে খেলতে চাই।’
বাংলাদেশ একাদশ
সাকিব আল হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহিদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।