বিশ্বকাপ ব্যর্থতায় ভাগ্যকে দুষলেন মিরাজ
চলতি বিশ্বকাপে বাংলাদেশের যাত্রার পুরোটা চরম ব্যর্থতা আর হতাশায় মোড়ানো। আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে শুরুর পর বিশ্বকাপে টানা ছয় ম্যাচ হেরে প্রথম দল হিসেবে বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। দলের এমন ব্যর্থতার পেছনে ভাগ্যকে দুষলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।
আজ মঙ্গলবার (৩১ অক্টোবর) পাকিস্তানের বিপকেষ ম্যাচপরবর্তী সংবাদ সম্মেলনে টানা ব্যর্থতা প্রসঙ্গে মিরাজ বলেন, ‘আমরা কিভাবে ভালো করতে পারি, সেটা চেষ্টা করছি। চ্যাম্পিয়নস ট্রফি না খেলতে পারলে এটা আমাদের সবার জন্যই খারাপ হবে। দেখেন, দিনশেষে আমাদের ভাগ্য সহায় হচ্ছে না। আমরা যেখানেই শট খেলছি, সেখানেই আউট হচ্ছি। আমরা অনুশীলন করছি, তবে কিছুতেই কিছু হচ্ছে না। আর সাফল্য পেতে ভাগ্য সহায় হওয়াটাও প্রয়োজন। গত ২-৩ বছরে তো এমন হয়নি।’
ম্যাচ প্রসঙ্গে মিরাজ বলেন,‘এই উইকেটে ব্যাটিং করা সহজ ছিল না। ২৫০ হলে ভালো স্কোর বলা যেত। আমারদের ব্যাটাররা ভালো ব্যাটিং করতে পারেনি। দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে পারলে সেটা হয়তো কাজে আসত। প্রথমে আমরা দ্রুত উইকেট হারাই। রিয়াদ ও মুশফিক ভাই আজকে ওপরে নেমে হয়তো দারুণ শুরু করবেন। সেই চিন্তা থেকেই তাদের ওপরে খেলানো হয়েছে। যদিও তা হয়নি। একটা জিনিস দেখেন, লো স্কোরিং ম্যাচে কামব্যাক করা কঠিন।’
উল্লেখ্য, আগে ব্যাট করে বাংলাদেশের করা ২০৪ রানের পুঁজি তুড়ি মেরে উড়িয়ে পাকিস্তান জিতেছে সাত উইকেটে। ম্যাচ শেষ করেছে ১০৫ বল আগে। এই হারের পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা পাওয়া কঠিন হয়ে গেল সাকিবদের।