বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠাল নিউজিল্যান্ড
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড দুদলই দারুণ ফর্মে আছে। ব্যাটিংয়ে পাশাপাশি তাদের আক্রমণাত্মক বোলিং প্রতিপক্ষকে ধরাশায়ী করে ছাড়ছে। সেমির পথে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার লড়াইয়ে এবার মাঠে নেমেছে তারা। যে ম্যাচে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠিয়েছে নিউজিল্যান্ড।
আজ বুধবার (১ নভেম্বর) পুনের এমসিএ স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন কিউই অধিনায়ক টম লাথাম। বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা সর্বশেষ জয় পেয়েছিল ১৯৯৯ সালে। এরপর থেকেই যেন খেই হারিয়ে ফেলে প্রোটিয়ারা। এরপরের কোনো বিশ্বকাপেই আর নিউজিল্যান্ডকে হারাতে পারেনি আফ্রিকার দেশটি। এবার দুই দল যখন মুখোমুখি হচ্ছে তখন তাদের সেমিফাইনালের রাস্তাটা প্রায় নিশ্চিত বলা যায়। এমন অবস্থায় প্রোটিয়াদের চেষ্টায় থাকবে কিউইদের হারিয়ে জয়খরা ঘোচাতে।