আতশবাজি ফুটবে না বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে
সাধারণত বিশ্বকাপের উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে স্টেডিয়ামে আলোক প্রদর্শনীর ও আতশবাজি ফোটাতে দেখা যায়। সেই বিবেচনায় ভারত বিশ্বকাপ ভিন্ন এক মাত্রা দিয়েছে দর্শকদের। ম্যাচের আগে, মাঝে ও শেষে প্রায়ই দেখা যাচ্ছে আতশবাজি ও আলোক প্রদর্শনী। তবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচে সেই ধারায় পরিবর্তন আনছে আইসিসি।
আগামী ৬ নভেম্বর দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ। দিল্লির মাত্রাতিরিক্ত বায়ুদূষণ সম্পর্কে সবারই কম-বেশি জানা। সে কথায় মাথায় রেখে মুম্বাই হাইকোর্ট থেকে পাওয়া নির্দেশনা অনুযায়ী, এই ম্যাচে আতশবাজি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
এক বিবৃতিতে বিসিসিআই সভাপতি জয় শাহ বলেন, ‘আইসিসিকে আনুষ্ঠানিকভাবে আমিই বলেছিলাম যে মুম্বাই ও দিল্লিতে বাজি ফাটানোর মাধ্যমে কোনো রকম আলোকচিত্র প্রদর্শনী হবে না। এতে পরিবেশদূষণ অনেক বেড়ে যায়। পরিবেশগত ব্যাপার নিয়ে বোর্ড সব সময়ই প্রতিজ্ঞাবদ্ধ। ভক্ত-সমর্থকদের বৃহত্তর স্বার্থের কথা এখানে ভাবা হচ্ছে। আইসিসি ক্রিকেট বিশ্বকাপে বাজি ফাটিয়ে উদ্যাপনের পরিবর্তে সবার সুস্বাস্থ্যের কথা আগে ভাবছে বিসিসিআই।’
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডে দেওয়া পরিসংখ্যান অনুসারে, গত ৩১ অক্টোবর দূষণ পরিমাপক স্কেল এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) মুম্বাই ১৭২ পয়েন্টে পৌঁছে যায়। দিল্লিতে বায়ু দূষণের মাত্রা ২০২০ সালের পর সবচেয়ে খারাপ অবস্থায় দেখা গেছে অক্টোবর মাসে।