নিউজিল্যান্ডকে ৩৫৮ রানের লক্ষ্য দিল দক্ষিণ আফ্রিকা
বিশ্বকাপে দারুণ ছন্দে আছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড। ব্যাটিংয়ের পাশাপাশি তাদের আক্রমণাত্মক বোলিং প্রতিপক্ষকে ধরাশায়ী করে ছাড়ছে। পয়েন্ট টেবিলে দুইয়ে আছে প্রোটিয়ারা, কিউইদের অবস্থান তিনে। আজ বুধবার (১ নভেম্বর) পরস্পর মুখোমুখি হয়েছে দুদল। পুনের মহারাষ্ট্র ক্রিকেট এসোসিয়েশন মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে আগে ব্যাট করে ৫০ ওভারে চার উইকেট হারিয়ে ৩৫৭ রানের বিশাল সংগ্রহ গড়েছে দক্ষিণ আফ্রিকা।
টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠান কিউই অধিনায়ক টম লাথাম। দলীয় ৩৮ রানে ভাঙে প্রোটিয়াদের উদ্বোধনী জুটি। অধিনায়ক টেম্বা বাভুমাকে ২৪ রানে ফেরান কিউই পেসার ট্রেন্ট বোল্ট। তবে, উদ্বোধনী জুটিতে ভালো করতে না পারলেও দ্বিতীয় উইকেটে কিউইদের হতাশ করেন কুইন্টন ডি কক ও ফর ডার ডুসেন। দুজনের ২০০ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকা পায় বড় সংগ্রহের ভিত। ডি কককে ফিরিয়ে জুটি ভাঙেন টিম সাউদি। আউট হওয়ার আগে ১১৬ বলে ১০ চার ও তিন ছক্কায় ১১৪ রান করেন ডি কক।
ডি কক আউট হলেও ডেভিড মিলারকে নিয়ে আরেকটি জুটি গড়েন ডুসেন। ৪৩ বলে ৭৮ রানের জুটি থামান সাউদি। সাউদির বলে বোল্ড হওয়ার আগে ১১৮ বলে ৯ চার ও পাঁচ ছক্কায় ১৩৩ রানের চমৎকার ইনিংস উপহার দেন ডাসেন। ৩০ বলে দুই চার ও চার ছক্কায় ৫৩ রানের ঝড়ো ইনিংস খেলে নিশামের ডেলিভারিতে ডেরিল মিচেলের অনবদ্য ক্যাচে পরিণত হন মিলার। শেষ পর্যন্ত প্রোটিয়ারা থামে ৩৫৭ রানে।
কিউইদের পক্ষে সাউদি দুই উইকেট নেন। নিশাম ও বোল্ট পান একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা : ৫০ ওভারে ৩৫৭/৪। (বাভুমা ২৪, ডি কক ১১৪, ডুসেন ১৩৩, মিলার ৫৩, ক্লাসেন ১৫*, মার্করাম ৬* ; বোল্ট ১০-১-৪৯-১, হেনরি ৫.৩-০-৩১-০, সাউদি ১০-০-৭৭-২, স্যান্টনার ১০-০-৫৮-০, ফিলিপস ৭-০-৫২-০, রবীন্দ্র ২-০-১৭-০, নিশাম ৫.৩-০-৬৯-১)।