ইংলিশ পরীক্ষার আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া
বিশ্বকাপের শুরুটা ভালো না হলেও এখন দারুণ ছন্দে আছে অস্ট্রেলিয়া। টানা চার ম্যাচ জেতায় সেমির স্বপ্ন জোরালো হয়েছে অসিদের। তবে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাক্সওয়েলের পর ইংল্যান্ড ম্যাচে মিচেল মার্শের সার্ভিস পাচ্ছে না পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
বুধবার (১ নভেম্বর) হুট করেই দেশে ফিরে গেছেন মিচেল মার্শ। পরে ক্রিকেট অস্ট্রেলিয়া এক বিবৃতিতে মার্শের ভারত থেকে অস্ট্রেলিয়ায় উড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। একইসঙ্গে এতে বলা হয়েছে, ‘মার্শের ভারতে ফিরে আসার বিষয়টি এখনও নিশ্চিত নয়।’
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে লম্বা বিরতি থাকায় গোটা দলকে ছুটি দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। তবে গলফ খেলতে গিয়ে অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল মাথায় আঘাত পান। তাকে ছয় থেকে আট দিন পর্যন্ত কনকাশন প্রটোকল অনুসারে পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, ইংল্যান্ডের বিপক্ষের ম্যাচে এই অলরাউন্ডারের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
দারুণ ফর্মে থাকা মার্শ-ম্যাক্সওয়েলের শূন্যতা ভোগাতে পারে অস্ট্রেলিয়াকে। মার্শ এখন পর্যন্ত ছয় ম্যাচে ছয় ইনিংসে ব্যাট করে ৩৭ দশমিক ৫০ গড়ে একটি শতক ও একটি অর্ধশতকে করেছেন ২২৫ রান। সমান ম্যাচ খেলে ম্যাক্সওয়েল করেছেন ১৯৬ রান।
মার্শ না থাকায় চিরপ্রতিদ্বন্দ্বী ইংলিশদের বিপক্ষে অস্ট্রেলিয়া একাদশে মার্কাস স্টোয়নিসের ফেরার সম্ভাবনা জোরালো। ফিরতে পারেন ক্যামেরন গ্রিনও। তবে, তারা দুজনেই পেস বোলিং অলরাউন্ডার হওয়ায় ম্যাক্সওয়েলের শূন্যস্থান পূরণে দেখা যেতে পারে ট্রাভিস হেডকে।
আগামী শনিবার (৪ নভেম্বর) আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ইংলিশদের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া। সেমিফাইনালের দৌড়ে আরও এগিয়ে যেতে এই ম্যাচে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়ার। অন্যদিকে, ছয় ম্যাচের পাঁচটিতে হেরে সেমির স্বপ্ন শেষ ইংলিশদের। অসিদের হারিয়ে অন্তত স্বস্তির জয় তুলে নিতে চান বাটলাররা।