টিকিট কালোবাজারির অভিযোগ আনলেন ভারতীয় সমর্থক
এবারের বিশ্বকাপ শুরুর আগেই অভিযোগ উঠেছিল টিকিট কালোবাজারি নিয়ে। ভারত-পাকিস্তান ম্যাচে বিশ্বকাপের টিকিট ক্রয়-বিক্রয়ের আনুষ্ঠানিক অনলাইন পার্টনার বুকমাইশোতে টিকিট না পাওয়ার অভিযোগ আনেন অনেকে। বুকমাইশোতে না পেলেও বিভিন্ন কালোবাজারি ওয়েবসাইটে ঠিকই মিলেছে টিকিট। সেসবে দাম ছিল বেশ চড়া। আরও একবার টিকিট কালোবাজারির অভিযোগ উঠেছে। এবার এটি নিয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ভারতীয় এক সমর্থক।
আগামী রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। এ ম্যাচ ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। দুই দলই আছেন দুর্দান্ত ছন্দে। পয়েন্ট টেবিলের এক নম্বর জায়গাটা দক্ষিণ আফ্রিকার দখলে, ভারত আছে দুইয়ে। এমন লড়াই দেখতে অনলাইনে টিকিট কাটতে গিয়ে বুকমাইশোতে পায়নি দর্শকরা। কিন্তু, বিভিন্ন কালোবাজারি ওয়েবসাইটে ঠিকই পাওয়া যাচ্ছে। এতে চটেছেন এক ভারতীয় সমর্থক।
আজ বৃহস্পতিবার (২ অক্টোবর) কলকাতা পুলিশের কাছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) ও বুকমাইশোর নামে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন ওই সমর্থক। এমনটিই জানা গেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া ডটকমের প্রতিবেদনে। নিরাপত্তার স্বার্থে অভিযোগকারীর নাম প্রকাশ করেনি কলকাতা পুলিশ।
তবে, অভিযোগ আমলে নিয়ে বিসিসিআই ও সিএবির কাছে নোটিশ পাঠিয়েছে। নোটিশে বলা হয়েছে, অভিযোগের ভিত্তিতে করা কলকাতা পুলিশের তদন্তে যেন সার্বিক সহায়তা করে তারা।
অভিযোগকারীর দাবি, বুকমাইশোতে টিকিট নেই অথচ কয়েকগুণ বেশি দামে অন্যান্য জায়গায় টিকিট পাওয়া যাচ্ছে। বিসিসিআই, সিএবি ও বুকমাইশো মুনাফার লোভে কালোবাজারিদের কাছে নিজেরাই টিকিট বিক্রি করেছে এবং সাধারণ দর্শকদের বঞ্চিত করছে।