বিশ্বকাপে বাংলাদেশের ব্যর্থতা নিয়ে মুখ খুললেন তামিম
এবারের বিশ্বকাপ শুরুর আগে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন তামিম ইকবাল। বাংলাদেশের বিশ্বকাপ দলে তামিম নেই, তা মেনে নিতে পারেননি অনেকেই। সঙ্গে যোগ হয়েছে টুর্নামেন্টে বাংলাদেশের ব্যর্থতা। সাকিব আল হাসান, মুশফিকুর রহিমরা পুরোদস্তুর ব্যর্থ হয়েছেন আসরে। বাংলাদেশ দলকে নিয়ে চারিদিকে বইছে সমালোচনার ঝড়। যেখানে তামিমের অনুপস্থিতিকে ভরাডুবির অন্যতম কারণ হিসেবে দেখছেন সাধারণ ভক্তরা।
বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে আসর শুরুর আগে বিভিন্ন কথা বলেছিলেন তামিম। তামিমের কথার পাল্টা জবাব দিয়েছিলেন সাকিবও। সব আড়ালে চলে যেত, যদি ভালো করত বাংলাদেশ। সেটি না হওয়ায় বিতর্ক যেন বেড়েছে কয়েকগুণ।
এতদিন চুপ ছিলেন তামিম। দল নিয়ে কোনো কথা বলেননি। আজ শুক্রবার (৩ নভেম্বর) জাতীয় দৈনিক প্রথম আলোর প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হন দেশসেরা ওপেনার। সেখানে বাংলাদেশ দলের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের অভিমত জানান তিনি। তবে, নেতিবাচক কিছু বলেননি। সবাইকে আহ্বান জানিয়েছেন খারাপ সময়টাতে দলের পাশে থাকার।
তামিম বলেন, ক্রিকেট এমন এক জিনিস যা দেশের সবাইকে একত্রিত করে। আমরা ক্রিকেটের ব্যাপারে একটু বেশিই আবেগী। যখন ভালো কিছু হয় না, মনে হয় দুনিয়া শেষ হয়ে গেল। আর ভালো করলে মনে হয় বিশ্ব জয় করে ফেলেছি। এখন একটু কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে দল। একটু চিন্তা করেন, ১৫ টা ছেলে ওখানে (ভারতে) চেষ্টা করছে। তাদের ওপর দিয়ে কী যাচ্ছে, ভাবুন। এই সময়ে আমাদের সবার ক্রিকেটারদের পাশে থাকা উচিত। ওদের এখন সমর্থন প্রয়োজন।