দিল্লিতে ফিরে দলে যোগ দিয়েছেন লিটন
পাকিস্তান ম্যাচের পরপরই কলকাতা থেকে বাংলাদেশে উড়াল দেন লিটন দাস। এ নিয়ে আলোচনাও কম হয়নি। তবে, এই আলোচনার মাঝেই এবার দিল্লিতে ফিরেছেন ডানহাতি এই ব্যাটার। দিল্লিতে এসে দলের সঙ্গে টিম হোটেলে যোগ দিয়েছেন এই ওপেনার।
আজ শুক্রবার (৩ নভেম্বর) ঢাকা থেকে দিল্লিতে আসেন। বিসিবির পক্ষ থেকে জানা যায়, পারিবারিক কাজ শেষে আজ দুপুরে দলে যোগ দিয়েছেন তিনি।
আগামী ৬ নভেম্বর দুপুর আড়াইটায় দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। এই ম্যাচের আগে আজ থেকে দলের অনুশীলন শুরু হওয়ার কথা থাকলেও আজও ক্রিকেটাররা বিশ্রামে ছিলেন।
আগামীকাল থেকে শুরু হবে দলীয় অনুশীলন। এরপর মাঠের লড়াই। টানা হারের ডুবে থাকা বাংলাদেশের জন্য এই ম্যাচটি মান বাঁচানোর লড়াই। তাছাড়া হারের কারণে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও হুমকির মুখে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সম্ভাবনা বাঁচিয়ে রাখতে এই ম্যাচটিতে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
লিটনের আগে সাকিব আল হাসানও টুর্নামেন্টের মাঝপথে ঢাকা গিয়েছিলেন। তবে, তিনি ফিরেছিলেন অনুশীলনের জন্য। আর, লিটন গিয়েছেন পারিবারিক কারণে।
জানা গেছে, লিটনের স্ত্রী সন্তানসম্ভবা। এই সময়ে স্ত্রীর পাশে থাকতে টিম ম্যানেজমেন্টের কাছে ছুটি চেয়েছেন তিনি। তাকে দুদিনের ছুটি দিয়েছে বিসিবি। ছুটি কাটিয়ে যথারীতি দলে যোগ দিয়েছেন ডানহাতি এই ব্যাটার।