সাকিব তো দলে একা খেলে না : সুজন
বিশ্বকাপ শুরুর আগে একটি সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, এবারের আসরে তিন-চারটি সেঞ্চুরি করতে চান। ছাড়িয়ে যেতে চান গত বিশ্বকাপের পারফরম্যান্সও। সেঞ্চুরি করা দূরে থাক, ছয় ম্যাচে সাকিবের মোট রান ১০৪। নেই কোনো ফিফটি। বল হাতেও ব্যর্থ সাকিব। নিয়েছেন মোটে সাত উইকেট। যেখানে ২০১৯ বিশ্বকাপে ৮ ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নেন ১১ উইকেট।
অধিনায়কের এমন হতশ্রী পারফরম্যান্সের ছাপ পড়েছে বাংলাদেশ দলেও। এবারের বিশ্বকাপের সবচেয়ে বাজে দল বলা চলে বাংলাদেশকে। ব্যক্তিগত পর্যায়ে মাহমুদউল্লাহ ছাড়া ধারাবাহিক নন বাকিরা। দল হিসেবে তো আরও নাজুক। প্রথম ম্যাচ জেতার পর হেরেছে টানা ছয় ম্যাচ।
তবে, সাকিবকে একা দোষ দিতে নারাজ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। আগামী ৬ নভেম্বর দিল্লিতে লঙ্কানদের মুখোমুখি হবে সাকিবরা। তার আগে আজ শুক্রবার (৩ অক্টোবর) দিল্লিতে গণমাধ্যমের মুখোমুখি হন সুজন। সেখানেই সাকিবকে নিয়ে কথা বলেন তিনি।
সাকিব প্রসঙ্গে সুজন বলেন, সাকিব যা খেলছে, এটা তার সামর্থ্যের টেন পার্সেন্টও না। সে নিজেও জানে এটি। যে কারণেই ঢাকায় গেছে। এমন পারফরম্যান্স নিয়ে সে নিজেও হতাশ। ২০১৯ বিশ্বকাপে সে দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে। এবার পারছে না। কিন্তু, দলে তো সে একা খেলে না। হ্যাঁ, অধিনায়ক হিসেবে দায় নিতে হবে তাকে। তবে, ব্যর্থতা সবারই। ছেলেদের স্কিল তো কমে যায়নি।’