বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
বিশ্বকাপে সেমির দৌড় থেকে আগেই বিদায় নিশ্চিত হয়েছে বাংলাদেশের। এখন শুধু নিয়মরক্ষার ম্যাচ। এই ধারবাহিকতায় পরের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। তবে লঙ্কানদের বিপক্ষে খেলতে নামার বিষয়ে শঙ্কার কালো মেঘ উঁকি দিচ্ছে দিল্লির আকাশে। কেননা এই ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কেন?
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, এই ম্যাচের আগে অরুণ জেটলি স্টেডিয়ামে তিনটি অনুশীলন সেশন ছিল বাংলাদেশের। যার প্রথমটি বাতিল করেছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। এর কারণ দিল্লিতে গতকালই বায়ুদূষণ নিয়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। শহরের কিছু জায়গায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৪০০ টপকে গিয়েছে। যা আতঙ্কের অন্যতম কারণ।
স্থানীয় সরকার সতর্কতা হিসেবে দুই দিনের জন্য স্কুল বন্ধ ঘোষণা করেছে। পাশাপাশি নির্মাণকাজ এবং মোটর চলাচলের উপরও বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বাংলাদেশ ম্যাচের আগে যদি দিল্লির পরিস্থিতির কিছুটা উন্নতি না হয়, তবে কি এমন ঝুঁকি নিয়েই মাঠে খেলতে নামবেন ক্রিকেটাররা? সেটাই এখন বড় প্রশ্ন।
অবশ্য এই অভিজ্ঞতা তাদের নতুন নয়। এর আগেও দিল্লির ভয়াবহ দূষণের মধ্যেই খেলে গেছে তারা। সেসময় অনেক ক্রিকেটারদের মাঠে মাস্ক পরেই খেলতে দেখা গেছে। কয়েকজন অসুস্থও হয়ে পড়েছিল। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের ভারত সফর শুরুই হয়েছিল এখানকার মাঠে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দিয়ে।
এর আগে মুম্বাইয়ের বাতাস নিয়ে কথা বলেছিলেন ইংল্যান্ড ব্যাটসম্যান জো রুট, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিশ্বাস নিতে সমস্যা হওয়ার কথাও জানিয়েছিলেন তিনি। দিল্লি ও মুম্বাইয়ের বায়ুদূষণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মাও।