দলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা না থাকায় ক্ষুব্ধ সুজন
মাঠের ক্রিকেটে বাংলাদেশ দলের পারফরম্যান্স যাচ্ছেতাই। বিশ্বকাপের আগে আকাশচুম্বী স্বপ্ন দেখালেও তার ছিটেফোঁটাও পূরণ করতে পারেনি সাকিবরা। এমন নাজুক অবস্থায় গণমাধ্যমের মুখোমুখি হয়ে রীতিমত বোমা ফাটালেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
টিম ডিরেক্টর হিসেবে বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে থাকলেও খালেদ মাহমুদ সুজন জানালেন, সিদ্ধান্ত নেওয়ার কোনো ক্ষমতা তাকে দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে দলের সঙ্গে থাকা তিনি উপভোগ করছেন না। এমনকি এমনটা হবে জানলে ভারতে আসতেও চাইতেন না তিনি।
গতকাল শুক্রবার (৩ নভেম্বর) দিল্লিতে টিম হোটেলের বাইরে গণমাধ্যমে সুজন বলেন,‘আগে প্রতি ট্যুরে দল নির্বাচন ও সিদ্ধান্ত গ্রহণে আমার যে ভূমিকা থাকত, সেটা এবার হচ্ছে না। এখন আমার দলে ক্রিকেটীয় ভূমিকা নেই। আমি তো এভাবে থাকতে চাই না। যেহেতু আমার রক্তে ক্রিকেট, আমি কোচিং করি, এটা আমার পেশা। যদিও বাংলাদেশ দলের কোচিংয়ের সঙ্গে আমি জড়িত নই, তবে একজন টেকনিক্যাল মানুষ হিসেবে গত টি২০ বিশ্বকাপেও যেভাবে খেলোয়াড়দের সঙ্গে আমার কথা হতো, সেটা এবার হচ্ছে না।
তিনি আরও যোগ করেন, ‘এভাবে দলের সঙ্গে থাকা অবশ্যই আমি উপভোগ করছি না। এটা আমার ভূমিকা না, আমি অভিভাবক হিসেবে থাকব, ঘুরব, দলের শৃঙ্খলার মতো বিষয় দেখব। কিন্তু এগুলো তো আমার কাজ না। এটাও আমার কাজ ছিল। তবে এগুলোর সঙ্গে আমি ক্রিকেটীয় বিষয়গুলোও দেখতাম।’
বর্তমানে বাংলাদেশ দলের আবহ কেমন? এমন প্রশ্নের জবাবে সুজনের উত্তর ‘দলের আবহ ভালো নেই। তার পরও বিশ্বকাপের দুটি ম্যাচ বাকি। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। এবারের আসর থেকে পাওয়ার মতো ওই একটি জিনিসই এখন আছে। আমরাও বুঝতে পারছি না, কেন এতটা খারাপ হলো। কোনো ব্যাখ্যা আমাদের কাছে নেই। নিজেদের সামর্থ্যের ২৫ শতাংশও আমরা খেলতে পারিনি। আমরা সবাই স্তব্ধ। আমি কবে বাংলাদেশের এমন পারফরম্যান্স দেখেছি, সত্যিই বলতে আমার মনে নেই।’