পাকিস্তানের সামনে নিউজিল্যান্ডের রান পাহাড়
ভারতের বিশ্বকাপ নিয়ে এবার যে কয়টা পূর্বানুমান, তার অন্যতম, এই বিশ্বকাপ হবে রানবন্যার বিশ্বকাপ। দু-একটি ম্যাচ বাদে প্রায় সবকটিতেই রানের পাহাড় গড়েছে আগে ব্যাটিং করা দলগুলো। সেই ধারা অব্যাহত রাখল নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে রাচিন রবীন্দ্র ও কেন উইলিয়ামসনের ব্যাটে বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহের রেকর্ড গড়ল নিউজিল্যান্ড।
আজ শনিবার (৪ নভেম্বর) বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে স্কোরবোর্ডে ৪০১ রান তোলে নিউজিল্যান্ড। ব্যাট হাতে সর্বোচ্চ ১০৮ রান করেন ওপেনার রাচিন রবীন্দ্র।
টস জিতে পাকিস্তানের বোলিং নেওয়ার সিদ্ধান্ত যে ভুল ছিল তাই প্রমাণ করলেন কিউই ব্যাটাররা। দুই ওপেনার রাচিন রবীন্দ্র ও ডেভন কনওয়ে গড়েন দারুণ এক জুটি। এই জুটিতে আসে ৬৮ রান। যদিও দলীয় ৬৮ রানের মাথায় হাসান আলীর বলে মোহাম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন কনওয়ে। আউটের আগে তার ব্যাট থেকে আসে ৩৯ বলে ৩৫ রান।
কনওয়ের বিদায়ের পর কেন উইলিয়ামসনকে নিয়ে দুর্দান্ত এক জুটি গড়েন রবীন্দ্র। পাকিস্তানের বোলারদের কোনো সুযোগ না দিয়ে দারুণ ব্যাটিং করেন এই দুই ব্যাটার। এই জুটিতে আসে আরও ১৮০ রান। এই জুটিতেই মূলত বড় স্কোরের ভিত গড়ে কিউইরা।
দলীয় ২৪৮ রানের মাথায় ৭৯ বলে ৯৫ রান করে সাজঘরে ফেরেন উইলিয়ামসন। তার বিদায়ের পর আরেক ব্যাটার রবীন্দ্র বেশিক্ষণ টিকতে পারেননি। ৯৪ বলে ১০৮ করে আউট হন তিনি। এরপর ড্যারিয়েল মিচেল ও মার্ক চ্যাপম্যান মিলে গড়েন ৫৭ রানের জুটি। শেষদিকে মিচেল স্যান্টনার ও গ্লেন ফিলিপসের ব্যাটে ৪০১ রানে থামে কিউইদের ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৪০১/৬ (কনওয়ে ৩৫, রবীন্দ্র ১০৮, উইলিয়ামসন ৯৫, মিচেল ২৯, চাপম্যান ৩৯, ফিলিপস ৪১, স্যান্টনার ২৬, লাথাম ২; আফ্রিদি ১০-০-৯০-০, হাসান ১০-০-৮২-১, ইফতিখার ৮-০-৫৫-১, রউফ ১০-০-৮৫-১, ওয়াসিম ১০-০-৬০-৩, সালমান ২-০-২১-০)