দিল্লিতে বায়ুদূষণ উদ্বেগজনক, অনুশীলন বাতিল শ্রীলঙ্কার
ভারতের দিল্লির বায়ু এখন বিশ্বের সবচেয়ে দূষিত। সেই দিল্লিরই অরুণ জেটলি স্টেডিয়ামে আগামী সোমবার খেলার কথা বাংলাদেশ-শ্রীলংকার। কিন্তু বায়ুদূষণের মাত্রা এতই বেশি যে দিল্লিতে জারি হয়েছে জরুরি অবস্থা। বাংলাদেশের পর বাধ্য হয়ে অনুশীলন বাতিল করেছে শ্রীলঙ্কা।
আইসিসিও এই দূষণ পর্যবেক্ষণ করছে। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির এক মুখপাত্র ইএসপিএন ক্রিকইনফোকে বলেছেন, ‘অংশ নেওয়া সব দলকে ভালো রাখার ব্যাপারটি দেখভাল করছে আইসিসি এবং আমাদের আয়োজক বিসিসিআই। পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে আমরা বিশেষজ্ঞ মতামত নিচ্ছি।’
বৃহস্পতিবার দিল্লিতে বায়ুদূষণের জন্য জরুরি অবস্থা জারি করা হয়। শহরটির কিছু জায়গায় একিউআই অনুযায়ী দূষণের স্কোর ৪০০ টপকে যাওয়ায় স্কুল দুই দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়। নির্মাণকাজ এবং রাস্তাঘাটে গাড়ি চলাচলেও বিধিনিষেধ আরোপ করা হয়।
দিল্লির বায়ুদূষণ নিয়ে চিন্তায় আছে বাংলাদেশ দলও। গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বাংলাদেশ দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন বলেছেন, ‘আবহাওয়ার বিষয়টি উদ্বেগজনক। অনেকেরই এমন আবহাওয়ায় বের হয়ে একটু কাশির সমস্যা হচ্ছে। এজন্য রিস্ক ফ্যাক্টর তো থাকছেই। শরীর যেন আবার খারাপ না হয়ে যায়।'
শ্রীলঙ্কা দলের বেশ কিছু খেলোয়াড় এর আগে দিল্লির বায়ুদূষণের মধ্যে ক্রিকেট খেলেছেন। ২০১৭ সালে এই মাঠে টেস্ট খেলেছে শ্রীলঙ্কা। সে ম্যাচে কয়েকজন খেলোয়াড় বমি করতে করতে মাঠ ছেড়েছিলেন। অন্যদের শ্বাস নিতে সমস্যা হওয়ায় মাঠেই চিকিৎসাসেবা নেন। শ্রীলঙ্কা দলের অন্তত পাঁচ ক্রিকেটার মাস্ক পরে ফিল্ডিং করেছিলেন।