বিশ্বকাপ দল কেন ১৫ সদস্যের, প্রশ্ন কামিন্সের
ইংল্যান্ডের বিপক্ষে দারুণ এক জয়ে সেমির স্বপ্ন জোরালো করল অস্ট্রেলিয়া। এই ম্যাচের আগে একাধিক ক্রিকেটার চোটে পড়ায় একাদশ গোছাতেই হিমশিম খেতে হয়েছে অসিদের। স্কোয়াডে অতিরিক্ত খেলোয়াড় নেওয়ার সুযোগ না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স।
বিশ্বকাপের দলে ১৫ জনের চেয়ে কি বেশি ক্রিকেটার রাখা উচিত? এক সাংবাদিকের এমন প্রশ্নে কামিন্সের জবাব,‘অবশ্যই ১৫ জনের চেয়ে বেশি ক্রিকেটার থাকা উচিত দলে। এটা প্রায় দু’মাসের প্রতিযোগিতা। এখানে কোনো দল নিউজিল্যান্ডের মতো অবস্থায় পড়তে চাইবে না। ওদের ভাগ্য ভাল, এখনও কেন উইলিয়ামসনকে দলের সঙ্গে রাখতে পেরেছে। কিন্তু যদি উইলিয়ামসন ছিটকে যেত, তা হলে কী হত? সেটা বিশ্বকাপ বা ক্রিকেটের পক্ষে আদৌ ভাল বিজ্ঞাপন হতো না।’
ফুটবল বিশ্বকাপে যেখানে ২৬ জন ফুটবলারকে দলে রাখা হয়, সেখানে আইসিসি কেন মাত্র ১৫ জনকে দলে রাখার সুযোগ দেয়। বিষয়টি নিয়ে হতাশ কামিন্স।
এই বিষয়ে তিনি বলেন, ‘কেউ চোট পেয়ে গেলে তো আর আমরা অন্য দলের কাছ থেকে ক্রিকেটার তুলে নিতে পারি না। সে জন্য আরও বেশি ক্রিকেটার রাখা প্রয়োজন। যাতে এই সমস্যা না দেখা দেয়। আমার মনে হয় বিষয়টি নিয়ে আইসিসির ভাবা উচিত। এটা সব দলের জন্যই ইতিবাচক হবে।’
ইংল্যান্ডের বিপক্ষে ৩৩ রানের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো ইংলিশদের। অন্যদিকে, দশ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে অসিরা।