দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে ভারত
ফাইনালের আগেই আগেই ফাইনাল। বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা বনাম ভারত ম্যাচকে এভাবেই দেখছেন সমর্থকদের অনেকে। সেমি নিশ্চিত হয়ে যাওয়ায় দুদলের লড়াইটা এখন শীর্ষস্থান নিশ্চিতের। প্রোটিয়ারা কি পারবে ভারতের জয়রথ থামাতে? সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় ক্রিকেটবিশ্ব।
আজ রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। এই ম্যাচে জয়ী দল নেটরান রেটের হিসেবে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করবে।
এবারের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার একটা দুর্বলতা রয়েছে। রান তাড়া করার সঙ্গে ঠিকমতো তাল মেলাতে পারছে না দলটি। এখন পর্যন্ত দুইবার রান তাড়া করেছে দলটি। একবার হেরেছে। অন্যবার কোনোমতে হার থেকে রেহাই পেয়েছে। প্রথম ম্যাচে প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস, দ্বিতীয় ম্যাচে পাকিস্তান।
বিপরীত পরিস্থিতি ভারতের। একটা লক্ষ্য সামনে রেখে তারা ভালোভাবেই ছুটছে। অর্থাৎ রান তাড়া করায় যথেষ্ঠ দক্ষতার পরিচয় দিয়ে চলেছে স্বাগতিক দল। ফলে আজকের ম্যাচে টসের প্রভাব কতটা পরে, সেটাই দেখার পালা।