অনুশীলনে আঘাত পেলেন মুশফিক
দিল্লিতে আগামীকাল সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। বিশ্বকাপের শেষ চারে ওঠার সম্ভাবনা আগেই শেষ হয়েছে বাংলাদেশের। তবু. কালকের ম্যাচটা গুরুত্বপূর্ণ সাকিব আল হাসান, মুশফিকুর রহিমদের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে হলে বিশ্বকাপে সেরা আটে থাকতে হবে, যেখানে বাংলাদেশের অবস্থান নবম।
এই ম্যাচকে সামনে রেখে দিল্লিতে আজ অনুশীলন করছে বাংলাদেশ। ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের আঙুলে চোট পেয়েছেন মুশফিক। চোট পেয়ে সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন তিনি। ফিজিওরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর আবারও ব্যাট করতে নামেন মুশফিক।
বেশিক্ষণ অবশ্য ব্যাটিং চালিয়ে যেতে পারেননি। ব্যথার কারণে বেশ কিছুক্ষণ বসে ছিলেন মাঠে। পরে নিজের কিট ব্যাগ গুছিয়ে মাঠ থেকে বের হয়ে যান মুশফিক। এ সময় তার চেহারায় হতাশা ও বিরক্তি ভর করে। চলতি বিশ্বকাপে বাংলাদেশ দলের বাজে অবস্থায় মুশফিকেরও দায় কম নেই। ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ দলের অন্যতম অভিজ্ঞ এই সদস্য।
ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে দুটো অর্ধশতক করলেও ৫২ ও ৬৬ রানের ইনিংসগুলো বড় করতে পারেননি মুশফিক। মিডল অর্ডারে দলের ব্যর্থতার দায় তিনিও এড়াতে পারেন না।