দক্ষিণ আফ্রিকাকে ৩২৭ রানের লক্ষ্য দিল ভারত
ভারত-দক্ষিণ আফ্রিকা দুই দলেরই নিশ্চিত হয়েছে সেমি ফাইনাল। ম্যাচটি তাই অনেকটা নিয়ম রক্ষার। আসরের সেরা দুই দলের লড়াইয়ে অবশ্য তেমন ভাব নেই। বরং, সেমি নিশ্চিত হয়ে যাওয়ায় দুদলের লড়াইটা এখন শীর্ষস্থান নিশ্চিত করার। আজ রোববার (৫ নভেম্বর) কলকাতার ইডেন গার্ডেন্সে নিজেদের অষ্টম ম্যাচে মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাট করে প্রোটিয়াদের ৩২৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত। ৫০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ৩২৬ রান তোলে ভারত।
টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। ওপেনিং জুটিতেও নিজেদের ধার ধরে রাখেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমান গিল। মাত্র ৫.৫ ওভারে ৬২ রানের জুটি গড়েন তারা। কাগিসো রাবাদার বলে প্রোটিয়া অধিনায়ক বাভুমার হাতে ক্যাচ দিয়ে ফেরেন রোহিত। এর আগে করেন ২৪ বলে ৪০ রান। ২৩ রান করে কেশব মহারাজের বলে বোল্ড হন গিল।
তৃতীয় উইকেটে শ্রেয়াস আইয়ারকে সঙ্গে নিয়ে বিরাট কোহলি গড়েন ১৩৪ রানের জুটি। ৮৭ বলে ৭৭ রান করে এনগিডি লুঙ্গির বলে আউট হন শ্রেয়াস। কোহলি ঠিকই তুলে নেন সেঞ্চুরি। ম্যাচে নিজের মুখোমুখি হয় ১১৯ তম বলে সিঙ্গেল নিয়ে শতরান পূর্ণ করেন কোহলি। ছুঁয়ে ফেলেন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরির মালিক শচীন টেন্ডুলকারকে। কিংবদন্তি শচীন ও কোহলি দুজনেরই এখন ওয়ানডেতে সেঞ্চুরি সংখ্যা ৪৯ টি। শেষ পর্যন্ত ১২১ বলে ১০টি চারে ১০১ রানের চমৎকার ইনিংস খেলে অপরাজিত থাকেন কোহলি।
সুর্যকুমার যাদবের ১৪ বলে ২২ রান ও রবীন্দ্র জাদেজার ১৫ বলে অপরাজিত ২৯ রানের ক্যামিওতে বারত পায় ৩২৬ রানের সংগ্রহ।
দক্ষিণ আফ্রিকার পক্ষে একটি করে উইকেট পান লুঙ্গি, রাবাদা ও মহারাজ।
সংক্ষিপ্ত স্কোর
ভারত : ৫০ ওভারে ৩২৬/৫। (রোহিত শর্মা ৪০, গিল ২৩, কোহলি ১০১* শ্রেয়াস ৭৭, রাহুল ৮, যাদব ২২, জাদেজা ২৯*; লুঙ্গি ৮.২-০-৬৩-১, জ্যানসেন ৯.৪-০-৯৪-১, রাবাদা ১০-১-৪৮-১, মহারাজ ১০-০-৩০-১, শামজি ১০-০-৭২-১, মার্করাম ২-০-১৭-০)