কোচের চাকরি থাকছে তো? জবাবে যা বললেন হাথুরুসিংহে
বিশ্বকাপে বাংলাদেশের বিদায় নিশ্চিত। তবে, নিয়ম রক্ষার দুটি ম্যাচ এখনও বাকি। তার আগে কাটাছেড়া চলছে পারফরম্যান্স নিয়ে। বিশেষ করে প্রশ্ন সবার মনে, এমন হতশ্রী পারফরম্যান্সের পর চাকরি থাকছে তো কোচ চন্ডিকা হাথুরুসিংহের?
বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচের আগের দিনও ঘুরেফিরে প্রশ্ন কোচের চাকরি নিয়ে। সংবাদ সম্মেলনে হাথুরুসিংহেকেও একই প্রশ্ন করা হলো। জবাবে কোচ জানালেন, সিদ্ধান্ত বিসিবির ওপর।
হাথুরুসিংহের ভাষায়, ‘আমি কোচ থাকব কি না এটা তো আমার হাতে নেই, বোর্ড সিদ্ধান্ত নেবে।’
চাকরি থাকা-না থাকার শঙ্কার কথার না ভেবে কোচ ভাবছেন, বিশ্বকাপের পরের পরিকল্পনা নিয়ে। তিনি জানিয়েছেন, তার নাকি মূল কাজ শুরু হবে বিশ্বকাপের পর।
হাথুরুসিংহে বলেছেন, ‘আমার কাজ কেবল সাত মাস হয়েছে। এই সময়ে আমার বেশি কিছু করার ছিল না। দলটা যেখানে ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।’