বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তৈরি হয়েছে শঙ্কা
বায়ুদূষণের জন্য বিশ্বব্যাপী কুখ্যাতি রয়েছে দিল্লির। ভারতের রাজধানী শহরে সম্প্রতি বায়ুদূষণের মাত্রা ছাড়িয়ে যায় অন্য যে কোনো সময়কে। বায়ুদূষণ বেড়ে যাওয়ায় গত ২ নভেম্বর জরুরি অবস্থা ঘোষণা করা হয় দিল্লিতে। বন্ধ ঘোষণা করা হয় বিদ্যালয়সহ সব ধরনের নির্মাণকাজ, গণপরিবহণ চলাচল। দিল্লিতেই আজ সোমবার (৬ নভেম্বর) শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার কথা বাংলাদেশের। বায়ুদূষণের কারণে গত ৩ নভেম্বর বাংলাদেশ ও ৪ নভেম্বর অনুশীলন বাতিল করেছিল শ্রীলঙ্কা। পরবর্তীতে অনুশীলন করলেও সবার মুখেই ছিল মাস্ক।
দিল্লিতে আজ আবার বেড়েছে বায়ুদূষণের পরিমাণ। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের খবর অনুসারে, সোমবার টানা পঞ্চম দিনের মতো দিল্লির বাতাসের মান (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) গুরুতর মাত্রায় রয়েছে। শহরটিতে আজ সকাল ৯টায় গড় একিউআই রেকর্ড করা হয়েছে ৪৭৮। এমন অবস্থায় দুপুরে জরুরি বৈঠক ডেকেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
বৈঠক শেষে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে। বায়ুদূষণের ফলে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার এই ম্যাচ নিয়ে আগেই তৈরি হয়েছিল অনিশ্চয়তা। এবার দিল্লির মন্ত্রিসভার জরুরি বৈঠকের ওপর নির্ভর করছে অনেক কিছু। কারণ, বিষাক্ত ধোঁয়ায় ছেয়ে যাওয়া দিল্লি যেন দিনের বেলাতেও অন্ধকারাচ্ছন্ন। আর এমন পরিস্থিতিতে খেরতে নামাটাও ঝুঁকিপূর্ণ। যদিও, আইসিসি বা বিসিসিআিই থেকে এ ব্যাপারে কোনো ঘোষণা আসেনি এখন পর্যন্ত। ধারণা করা হচ্ছে, কেজরিওয়ালের সভা শেষে জানা যাবে কী আছে এ ম্যাচের ভাগ্যে।
দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে।