অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান
বিশ্বকাপে জমে উঠেছে সেমির লড়াই। ভারত ও দক্ষিণ আফ্রিকা এরইমধ্যে শেষ চারে জায়গা নিশ্চিত করেছে। অপেক্ষা আরও দুদলের। সেমির দৌড়ে আরও একধাপ এগিয়ে যেতে মাঠে নেমেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ও দুর্দান্ত ছন্দে থাকা আফগানিস্তান।
আজ মঙ্গলবার (৭ নভেম্বর) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। সাত ম্যাচ থেকে অস্ট্রেলিয়ার সংগ্রহ ১০ পয়েন্ট। ভারত ও দক্ষিণ আফ্রিকার পরেই তাদের স্থান। অন্যদিকে আফগানিস্তানের পয়েন্ট ৮। তারা রয়েছে ষষ্ঠ স্থানে। বিশ্বকাপে এর আগে দুইবার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়া ও আফগানিস্তান। দুইবারই পুচকে আফগানদের নিয়ে ছেলেখেলা করেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
বিশ্বকাপ ক্রিকেটে এরই মধ্যে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে খেলা নিশ্চিত করেছে। সর্বাধিকবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সেমিফাইনাল খেলার ভাগ্য এখনো ঝুলে আছে। আজই তাদের শেষ চারে খেলার টিকিট নিশ্চিত হতে পারে। সে তুলনায় একটু পিছিয়ে আফগানিস্তান। আজকের জয় তাদের সেমিফাইনালে খেলার সম্ভাবনা উজ্জ্বল করবে। হারলে সম্ভাবনা অনেকটা কমে যাবে।